স্টিল এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় ধৃত ২

২০ জানুয়ারি হাওড়া থেকে টাটা গামী স্টিল এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় আরপিএফ দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত ২০ জানুয়ারি রাত্রি নটা কুড়ি মিনিট নাগাদ গালুডি এবং রাখা মাইনস স্টেশনের মধ্যে স্টিল এক্সপ্রেসে পাথর ছোড়া হয় । এই বিষয়ে ঘাটশিলা স্টেশনে অভিযোগ দায়ের করা হয়।

তারই ভিত্তিতে অভিযানে নামে আরপিএফ। গোপন সূত্রে খবর পেয়ে ২১ তারিখ রাতে যদুগোড়ার বাসিন্দা রাহুল ভকত ও সজল নাথ নামে দুই সন্দেহভাজন যুবককে আরপিএফ গ্রেফতার করে। এছাড়াও অন্য একটি ঘটনায় আরপিএফ রোহিত সিং এবং আকাশ কুট্টি নামে ২ যুবককে গ্রেফতার করে।