বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানা এলাকার। পুলিশ সূত্রে খবর, বিপুল পরিমাণ অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম শুভ্রজিত গাঙ্গুলি। এই ঘটনার প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার বলেন, বৃহস্পতিবার তিলক গাঙ্গুলি নামে এক ব্যক্তি হাঁসখালি থানায় শুভ্রজিত গাঙ্গুলির নামে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ছিল, পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে তিলক গাঙ্গুলির ছেলেকে লক্ষ্য করে গুলি চালিয়েছে শুভ্রজিত। অভিযোগ পেয়ে তদন্তে নামে হাঁসখালি থানার পুলিশ। তদন্তে নেমে হাঁসখালি থানার অন্তর্গত বগুলা এলাকায় শুভ্রজিতের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে ৩টি পিস্তল, ১টি পাইপগান ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, তল্লাশি চালিয়ে বগুলার মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় শুভ্রজিত গাঙ্গুলিকে। এই বিপুল পরিমাণ অস্ত্র শুভ্রজিত কোথা থেকে পেল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করছে পুলিশ। ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়েছে।