নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২১ মার্চ– বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষ পালন করা হলো শহর বর্ধমানে৷ নতুন প্রজন্মের কাছে মৃণাল সেনকে জনপ্রিয় করতে দু’দিন ধরে চলে অনুষ্ঠান৷ মোট পাঁচটি প্রদর্শনীতে মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ প্রদর্শিত হয়৷ বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে গঠিত ‘মৃণাল সেন জন্মশতবর্ষ কমিটি’ বর্ধমান টাউন হলে ছবি প্রদর্শনের আয়োজন করে৷ দু’দিনে শহরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ অন্যান্যরা সম্মিলিতভাবে প্রায় দেড় শতাধিক দর্শক ছবিটি দেখেন৷ এছাড়াও টাউন হলে মৃণাল সেনের বিভিন্ন ছবির ও বিভিন্ন সময়ের স্থিরচিত্র দিয়ে একটি সুন্দর প্রদর্শনীর আয়োজন করা হয়৷
দু’দিনের অনুষ্ঠানে বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ে ‘মৃণাল সেনের ছবিতে নতুন ভাষার অনুসন্ধান : ভারতীয় চলচ্চিত্রে ‘নবতরঙ্গ’ শিরোনামে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়৷ আলোচক ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের ড. মৌসুমী ভট্টাচার্য৷ সমগ্র অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মৃণাল সেনের বহু ছবিতে অভিনয় খ্যাত অঞ্জন দত্ত৷ দ্বিতীয় দিনে টাউন হলে অঞ্জন দত্ত তার অননুকরণীয় ভাষায় ও ভঙ্গিতে মৃণাল সেনের সঙ্গে তার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক, সান্নিধ্য ও তার চলচ্চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ এই প্রাণবন্ত আলোচনাটি দর্শকের প্রশংসা আদায় করে নেয়৷ এছাড়াও মৃণাল সেনকে অবলম্বন করে প্রযোজিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷ আলাপে, সংলাপে নাট্যাভিনয়ে, নৃত্যে-মৃণাল সেনের চলচ্চিত্র পরিচালনার ভাবনাটিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়৷ বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ জানান, সব মিলিয়ে মৃণাল সেনের প্রতি এই শহরের শ্রদ্ধার্ঘ্য অত্যন্ত ভাবগম্ভীরভাবে অনুষ্ঠিত হয়েছে৷