বিশ্বভারতীতে এবার পূর্ণাঙ্গ অসমিয়া বিভাগ

নিজস্ব গ্রাফিক্স

বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন (UGC) বিশ্বভারতীর অসমীয়া বিভাগকে পূর্ণাঙ্গ বিভাগ হিসাবে গড়ে তোলার অনুমোদন দিয়েছে। এটি অসমের বাইরে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অসমীয়া ভাষা ও সাহিত্য বিষয়ে একমাত্র বিদ্যমান বিভাগ। ২০১৬ সাল থেকে এই বিভাগকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য দাবি জানানো হচ্ছিল। ২০২৪ সালের ৩ এপ্রিল বিশ্বভারতীর পক্ষ থেকে পূর্ণাঙ্গ অসমীয়া বিভাগের প্রস্তাব সম্বলিত বিশদ প্রকল্প রিপোর্ট (DPR) UGC-তে জমা দেওয়া হয়।

বিশ্বভারতীর প্রস্তাবিত ছয়টি পদ (একজন অধ্যাপক, দুইজন সহযোগী অধ্যাপক এবং তিনজন সহকারী অধ্যাপক)-এর মধ্যে চারটি পদের অনুমোদন পেয়েছে— একজন সহযোগী অধ্যাপক এবং তিনজন সহকারী অধ্যাপক। এই অনুমোদনের খবর ই-মেলের মাধ্যমে বিশ্বভারতীর রেজিস্ট্রারকে জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্থ বিভাগ থেকে অনুমোদন পেলেই এই বিভাগটি কার্যকরীভাবে পূর্ণাঙ্গ বিভাগ হিসাবে উন্নীত হবে।
১৯৭৯ সালে একজন মাত্র অধ্যাপক নিয়ে শুরু হওয়া এই বিভাগটি চার বছরের মধ্যেই সুবর্ণ জয়ন্তী বছরে পদার্পণ করবে। উল্লেখযোগ্য যে, বিভাগটিকে পূর্ণাঙ্গ বিভাগ হিসাবে গড়ে তোলার পথে বিভাগের একমাত্র অধ্যাপক ডঃ সঙ্গীতা শইকীয়া ২৬ নভেম্বর ২০২৪ তারিখে UGC-তে অনলাইনের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যুক্তি ও বক্তব্য উপস্থাপন করেছিলেন।