• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

দু’দিনে প্রয়াত তিন কবি

নিজস্ব প্রতিনিধি— গত ২২ ও ২৩ মে এই দু’দিনে প্রয়াত হয়েছেন কবি জপমালা ঘোষরায়, কবি শুভঙ্কর দাশ ও কবি বিশাল ভদ্র৷ জপমালা ঘোষরায়ের জন্ম ১৯৬৬ সালে৷ কাটোয়ায় বসবাস করতেন৷ বিগত নব্বইয়ের দশক থেকে কবি পরিচিতি লাভ করেন৷ ‘কপোতকথন’, ‘শিশিরের নেটওয়ার্ক’, ‘স্ক্যানার রাজীবলোচন’ ইত্যাদি তাঁর কাব্যগ্রন্থ৷ ২০০৫ সালে তিনি পেয়েছিলেন কবিতা পাক্ষিক সম্মান৷ তিনি ক্যান্সারে আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি— গত ২২ ও ২৩ মে এই দু’দিনে প্রয়াত হয়েছেন কবি জপমালা ঘোষরায়, কবি শুভঙ্কর দাশ ও কবি বিশাল ভদ্র৷

জপমালা ঘোষরায়ের জন্ম ১৯৬৬ সালে৷ কাটোয়ায় বসবাস করতেন৷ বিগত নব্বইয়ের দশক থেকে কবি পরিচিতি লাভ করেন৷ ‘কপোতকথন’, ‘শিশিরের নেটওয়ার্ক’, ‘স্ক্যানার রাজীবলোচন’ ইত্যাদি তাঁর কাব্যগ্রন্থ৷ ২০০৫ সালে তিনি পেয়েছিলেন কবিতা পাক্ষিক সম্মান৷ তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন৷ ২২ মে বেলা ১০টা নাগাদ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন৷
শুভঙ্কর দাশের জন্ম ১৯৬১ সালে৷ বিগত আশির দশক থেকে তিনি কবি হিসেবে পরিচিত ছিলেন৷ থাকতেন দক্ষিণ কলকাতায়৷ বরাবরই তিনি অপ্রতিষ্ঠানিক ধারায় নিজের মতো করে কবিতাচর্চা করে গেছেন৷ সম্পাদনা করতেন ‘গ্রাফিত্তি’ নামে একটি পত্রিকা৷ সমসাময়িক বিদেশি কবিদের কবিতাও তিনি অনুবাদ করেছেন৷ ১৩টি কাব্যগ্রন্থ রচনা করেছেন৷ তাঁর সাম্প্রতিক কাব্যগ্রন্থ ‘ফক্কড়নামা’ ও অনুবাদগ্রন্থ রিচার্ড ব্রটিগানের ‘খসে পড়া সোমব্রেরো’৷ হূদরোগে আক্রান্ত হয়ে ২২ মে সন্ধ্যায় ওই একই হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন৷

কবি ও গল্পকার বিশাল ভদ্রের জন্ম ১৯৪৯ সালে৷ থাকতেন কলকাতার দক্ষিণ প্রান্তে৷ সত্তরের দশক থেকে লেখালেখির শুরু হলেও আশির দশকে পরিচিতি লাভ করেন৷ ‘কানাকড়ি’ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন৷ বেশ কিছুদিন ধরেই তিনি বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন৷ ২৩ মে সকালের দিকে প্রয়াত হয়েছেন৷
মাত্র দু’দিনের মধ্যে তিনজন কবির মৃতু্যতে সাহিত্যমহলে শোকের ছায়া নেমেছে৷ সমাজমাধ্যমে তাঁদের নিয়ে যথেষ্ট লেখালেখি চোখে পড়েছে৷