সংস্কৃতির অন্যতম পীঠস্থান বীরভূমের শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতনের থেকে কিছুটা দূরে প্রকৃতি ঘেরা দ্বারােন্দা গ্রামে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় থিয়েটার কটেজে শুরু হয়েছে তিনদিনের থিয়েটার অ্যান্ড থিয়েটারের অনুষ্ঠান।
যার মূল উদ্যোক্তা বীরভুম রসম থিয়েটারের নির্দেশক পার্থ গুপ্ত। যার শুভ সূচনা করেন আসামের অভিনব থিয়েটারের নির্দেশক শিল্পী ও ভারত সরকারের সিনিয়র ফেলােশিপ প্রাপ্ত অভিনেতা দয়াল কৃষ্ণ নাথ। সঙ্গে ছিলেন সংস্কৃতি জগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
অনুষ্ঠানে পার্থ গুপ্তের লেখা বাঁধবাে নতুন সাঁকো’কবিতার বই প্রকাশিত হয়। থিয়েটার দেখার পাশাপাশি বাউলগান ও হস্তশিল্পের প্রদর্শন দর্শকদের মন জয় করে নেয়। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা গৌরী বসু অনুষ্ঠান স্থল পরিদর্শন কনে। কোভিড আচরণ বিধি মেনে অনুষ্ঠানে দর্শক সমাগম হয় থিয়েটার নিয়ে সেমিনার।