• facebook
  • twitter
Monday, 25 November, 2024

পুরীর রথযাত্রায় বিষাদের সুর, পদপৃষ্ট হয়ে মৃত ১

পুরী, ৭ জুলাই: পুরীর রথযাত্রার আনন্দে নেমে এল বিষাদের সুর। প্রবল ভিড়ের চাপে ঘটল পদপৃষ্টের ঘটনা। মৃত্যু হল এক পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুণ্যার্থী। বলভদ্রের ‘তালধ্বজা’ রথ টানার সময় ঘটে এই বিপত্তি। আহতরা বর্তমানে পুরীর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তিকে প্রথমে অন্যান্যদের সঙ্গে আহত অবস্থায়

পুরী, ৭ জুলাই: পুরীর রথযাত্রার আনন্দে নেমে এল বিষাদের সুর। প্রবল ভিড়ের চাপে ঘটল পদপৃষ্টের ঘটনা। মৃত্যু হল এক পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুণ্যার্থী। বলভদ্রের ‘তালধ্বজা’ রথ টানার সময় ঘটে এই বিপত্তি। আহতরা বর্তমানে পুরীর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তিকে প্রথমে অন্যান্যদের সঙ্গে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

প্রসঙ্গত জগন্নাথ মন্দিরের সামনে প্রথমে ‘বড়দণ্ড’-এ তিন রথে বিগ্রহ তোলা হয়। এরপর শুরু হয় রথযাত্রা৷ সবার আগে ছোটে বলভদ্রের ‘তালধ্বজ’ রথ। সেই রথের চাকা গড়াতেই ঘটে এই দুর্ঘটনা।

উল্লেখ্য, পুরীতে এবার রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হয়। উপস্থিত হন কয়েক লক্ষ দর্শনার্থী। এবার ছিল দুই দিনের রথযাত্রা উৎসব। গত ৫৩ বছরে এটাই প্রথম। সেই দুই দিনের উৎসবের প্রথম দিনেই ঘটে বিপত্তি। রথের রশি টানার সময় হুড়োহুড়ি শুরু হয় জগন্নাথ ভক্তদের মধ্যে। যার জেরে এই পদপিষ্টের মতো ঘটনা ঘটে।