অমর ২১ বেঁচে ওপারে, এপারে শুধুই অনুষ্ঠান

অমর ২১ বেঁচে ওপারে, এপারে শুধুই অনুষ্ঠান

‘মোদের গরব, মোদের আশা- আ-মরি বাংলা ভাষা…’। সত্যিই কি তাই? আ নাকি আহা- তা নির্ধারণেই জালে জড়িয়ে পড়ে জারিজুরি। বাকি ছিল আবেগ তাও এখন লেখা খাতায় শূণ্যতা খঁজছে।

ভাষারও ইতিহাস থাকে। সেই ইতিহাসের ব্যপ্তি শহিদের রক্তে রাঙানো। পাড়ার আড্ডায়, মাছ-ভাতে, কলেজ-ক্যান্টিনে, বিশ্ববিদ্যালয় বিতর্কে বুক চিতিয়ে ‘আমি বাঙালি’ কন্ঠের অভাব নেই। কিন্তু সত্যিই কি তাই?

যোগ্য জবাব দেওয়ার জন্য ২১ ফেব্রুয়ারির সমাবেশ নয়, তরুণ প্রজন্মকে দেখা গেল বিক্ষোভ, আড্ডা, প্রেম আর সুখটানে। ভাষা বিপ্লবের রাশ ধরবে কে?


ওপার বাংলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন জমায়েত হয়ে গলা মিলিয়ে গাইছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!’ তখন এপার বাংলার ছাত্রছাত্রীদের কন্ঠে উপস্থিতি বাড়ানোর জন্য ‘বিদ্রোহের সুর’। রোজকার জীবনেই মেতে তারা। ভাবাবেগের প্রতিফলন বিশেষ চোখে পড়েনি।

এদিন বি টি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় আলপনা দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে পড়ুয়ারা। এছাড়াও বুধবার রাত বারোটায় শহীদ স্মরণে মশাল মিছিল বেরোয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থাকে।