• facebook
  • twitter
Monday, 20 January, 2025

তুরুপের তাসে সুজয়ের অভিনয়

ভাবছেন তো কে এই সুজয় বিশ্বাস। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সিইও। কিন্তু আদতে তিনি মনে প্রাণে একজন মোটিভেশনাল স্পিকার।

বাংলায় একটা প্রবাদ আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। তাই একজন মানুষ, সম্ভব হলে, দুটো তিনটে কাজ করতেই পারেন। সুজয় বিশ্বাসকে তাই বলা যেতেই পারে একই অঙ্গে এত রূপের একজন! সত্যি কথা বলতে কি, তাঁর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, এরকম মানুষ দেখিনি তো আগে।

ভাবছেন তো কে এই সুজয় বিশ্বাস। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সিইও। কিন্তু আদতে তিনি মনে প্রাণে একজন মোটিভেশনাল স্পিকার। অনেক দিন ধরে হাই নিউজে ‘সঙ্গে সুজয়’ বলে এই ধরনের একটি অনুষ্ঠানও চালান। সেই অনুষ্ঠানে আসেন তাবড় সেলিব্রেটিরাও। এই অনুষ্ঠান চালাতে চালাতে তিনি লক্ষ্য করেন, চেনা নাম চেনা মুখের কথা মানুষ শুনতে চায়। ঠিক করেন, নিজের মুখটাও চেনাতে হবে। তাই সুযোগ আসতেই লুফে নেন অভিনয়ের প্রস্তাব। ভবিষ্যতেও সুজয় বিশ্বাস পাঁচমেশালী কাজের পাশাপাশি, অভিনয়ও করতে চান। তাঁর কথায়, চরিত্র ছোট হোক, কিন্তু গুরুত্বপূর্ণ যেন হয়। গানটাও ভালই গান সুজয়, চুপিচুপি এখানে বলে রাখি। গান তাঁর নেশা। তাই একই সঙ্গে গানও চালিয়ে যেতে চান। বলতে ভুলে গেছি, সুজয় তাঁর স্ত্রী ও মেয়ে, তিনজনের ত্রয়ী নামে একটা ব্যান্ডও আছে। এমনকি তাঁরা রীতিমত অনুষ্ঠানও করেন।