• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

জন্মদিনে শহরে সুচিত্রা, উপস্থিত মুনমুন-রিয়া

নিজস্ব প্রতিনিধি— তিনি মহানায়িকা৷ তাঁর জীবন তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন৷ পর্দা এবং তার বাইরের জগৎ তিনি দক্ষতার সাথে সামলে ছিলেন৷ ছবির চিত্রনাট্য নিয়ে খুবই খুঁতখুঁতে ছিলেন৷ বিপরীতে উত্তম কুমারই হোন বা সঞ্জীব কুমার, অশোক কুমার হোন বা দেব আনন্দ বা দিলীপ কুমার, তিনি নিপুণ দক্ষতায় তাঁর চরিত্র গুলোকে আরো বেশি করে গ্রহণযোগ্য করে তুলেছিলেন৷

নিজস্ব প্রতিনিধি— তিনি মহানায়িকা৷ তাঁর জীবন তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন৷ পর্দা এবং তার বাইরের জগৎ তিনি দক্ষতার সাথে সামলে ছিলেন৷ ছবির চিত্রনাট্য নিয়ে খুবই খুঁতখুঁতে ছিলেন৷ বিপরীতে উত্তম কুমারই হোন বা সঞ্জীব কুমার, অশোক কুমার হোন বা দেব আনন্দ বা দিলীপ কুমার, তিনি নিপুণ দক্ষতায় তাঁর চরিত্র গুলোকে আরো বেশি করে গ্রহণযোগ্য করে তুলেছিলেন৷ অসামান্য ব্যক্তিত্ব, ফিরিয়েছিলেন সত্যজিৎ রায়ের দেবী চৌধুরানী এর অফার৷ নিজের নীতিতে কোনো আপস না করে কাজ করে গেছেন, নিজের ইচ্ছাতেই আড়ালে চলে যান৷ আমৃতু্য বাইরের আর কারোর সামনে আসেননি এ হেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন৷ ৬ এপ্রিল তাঁর জন্মদিন৷ সেই উপলক্ষে শহর কলকাতার এই আই.সি.সি.আর এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে শুরু হলো এক বিশেষ প্রদর্শনী (৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৪)৷ ‘সুচিত্রা’৷ এক ঘর ভরা সুচিত্রা সেনের অভিনীত ছবির অরিজিনাল পোস্টার, বুকলেট, সঙস বুক, বিজ্ঞাপন, একমাত্র গাওয়া গানের রেকর্ড, ম্যাগাজিন কভার, বই এত কিছু রয়েছে এই প্রর্দশনীতে৷ আয়োজক কলকাতার পোস্টার বয় হিসেবে পরিচিত বিশিষ্ট ভিনটেজ ফিল্ম পোস্টার ও ফিল্ম পাবলিসিটি মেটেরিয়াল কালেক্টর সুদীপ্ত চন্দ৷ উদ্বোধনে উপস্থিত ছিলেন মুনমুন সেন, রিয়া সেন, রূপক সাহা , কর্ণধার, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স, সুরজিৎ কালা, বিশিষ্ট অর্থনৈতিক উপদেষ্টা, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সিধু, বিশিষ্ট সাংবাদিক-লেখিকা সোমা এ চ্যাটার্জি, সৌম্য দাশগুপ্ত, ঋদ্ধি বন্দোপাধ্যায় প্রমুখ৷ এর আগে অমিতাভ বচ্চনের ছবির পোস্টার নিয়ে বচ্চননামা ২০১৭-এ, পরে রাহুল দেব বর্মন এর সুরারোপিত ছবির পোস্টার নিয়ে পঞ্চমনামা ২০১৮ শহরে বেশ সাড়া ফেলেছিল৷ মাঝে ত্রিপুরায় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবির পোস্টার নিয়েও একটা প্রর্দশনী শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উদ্যোগে হয়৷ সেই ২০১৮-র পর কলকাতায় আবার এই উদ্যোগ নিলেন সুদীপ্ত চন্দ৷ সব মিলিয়ে শুধুই সুচিত্রার স্মৃতি৷

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদন করছে ‘সুচিত্রা’, সহযোগীতায় সুরজিৎ কালা৷ প্রদর্শনীর জন্য বিশেষ পোস্টার ডিজাইন করেছেন দিল্লি নিবাসী বিশিষ্ট ইলাস্ট্রেটর সিদ ঘোষ৷ সুরজিৎ কালার উদ্যোগে একটা ক্যালেন্ডার প্রকাশ পেল সুচিত্রা সেনের অভিনীত ছবির পোস্টার সম্বলিত৷ রেয়ার পোস্টারের মধ্যে আধিঁ, চন্দ্রনাথ, আমার বৌ, মেজো বৌ, হিন্দি ছবি শরহদ, হসপিটাল, শুভরাত্রি, একটি রাত উল্লেখযোগ্য ৷ মুনমুন সেন বলেন, ‘এরকম কাজ আমার মা-কে নিয়ে এই প্রথম হলো৷ আমার আরো ভালো লাগলো এটা কলকাতায় হলো৷ আমি ব্যাপারটা৷ এতটা বড় হবে আগে ভাবিনি৷’ সুদীপ্ত চন্দ বললেন, ‘আমি খুবই খুশি৷মুনমুন সেন সহ পরিবারের সদস্যরা এলেন৷ তাঁদের ভালোলাগা আমার পরম প্রাপ্তি৷’ দিদার গাওয়া গানের রেকর্ড উপহারে পেয়ে খুশি রিয়া সেন বলেন, ‘এটা সত্যিই খুব মনের মতো একটা উপহার পেলাম আজ৷’