করোনা পরিস্থিতিতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানব জীবন। করোনার দ্বিতীয় ঢেউ আরো প্রকট হওয়ায় বেড়েছে অনেক বিধি নিষেধ যার ফলে নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাংস্কৃতিক জগৎ। রেহাই পায়নি থিয়েটারও।
কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন সময়ে বিশেষ কিছু থিয়েটার সংস্থা নানাভাবে মানুষদের কাছে আন্তর্জালিকার মাধ্যমে থিয়েটারের নানা দিক তুলে ধরার চেষ্টা করছেন। তাদের ভেতর অন্যতম ‘রিষড়া দূরায়ন’।
আগামী ১৮ই জুলাই রবিবার সন্ধ্যে সাতটা থেকে ‘রিষড়া দূরায়ন’র উদ্যোগে শুরু হতে চলেছে ‘অনলাইন থিয়েটার টিউটরিয়াল’। প্রথম পর্বে উপস্থিত থাকছেন বিশিষ্ট নাট্যকার এবং নাট্যনির্দেশক জিল নাভেরে।
নিউইয়র্ক আর তামিলনাড়ুর থিয়েটার সম্পর্কে নানা কথা এবং থিয়েটারের প্রোডাকশন ডিজাইন সম্পর্কে মূল্যবান আলোচনা প্রথম পর্বের মূল আকর্ষণ বলে জানানো হয় রিষড়া দূরায়নের পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতি আর রবিবার প্রচারিত হবে রিষড়া দূরায়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।