পরমব্রত সম্মান

মুর্শিদাবাদের বহরমপুর থেকে অনিয়মিত ভাবে প্রকাশিত সাহিত্যপত্রিকা জন্মদিনের উদ্যোগে সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হল কলকাতার প্রেস ক্লাবে। শনিবার কবি জয় গোস্বামী ওই অনুষ্ঠানের পৌরহিত্য করেন। অনুষ্ঠানে পরমব্রত সম্মান দেওয়া হয় আইপিএস অনীশ সরকারকে। তিনি তাঁর বক্তব্যে বালিঘাটের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা স্মরণ করেন।

কয়েক বছর আগে বালিঘাটে ঘটেছিল দুর্ঘটনা। সেতু থেকে নীচে পড়ে গিয়েছিল বাস। মৃত্যু হয়েছিল অনেকের। উদ্ধারকাজে গিয়ে রক্তাক্ত হতে হয়েছিল আইপিএস অনীশ সরকারকে। সে সময় মুখ্যমন্ত্রী তাঁকে পরামর্শ দিয়েছিলেন হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে। মুখ্যমন্ত্রীর সেই স্নেহশীল ভূমিকাই বার বার স্মরণ করলেন অনীশ।

এ বছর সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার পেয়েছেন কবি অমৃতা ভট্টাচার্য। রজস্বলা কাব্যগ্রন্থের জন্য তাঁর হাতে সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার তুলে দেন জয় গোস্বামী। ওই কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা পড়ে শোনান অমৃতা। তার আগে অনুষ্ঠানে উপস্থিত আরেক কৃতী বাঙালি অধ্যাপক অভীক মজুমদার ব্যাখ্যা করেন, কী ভাবে অমৃতার কবিতা বর্তমান কবিতা পরিসরে অনন্য স্থান অধিকার করে নিয়েছে।


এ বার শিকড়সন্ধানী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন মুর্শিদাবাদের উদ্যোগপতি হিমাদ্রী দাস। বেলা ভট্টাচার্য স্মৃতি শিক্ষাব্রতী পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্ট, এ পি জে আব্দুল কালাম ট্রাস্টের শ্রীমতি কুহেলি মুখার্জি। অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল কবি জয় গোস্বামীর বক্তৃতা। বহরমপুরের বাবুলবোনা রোড থেকে বিগত ২৬ বছর ধরে অনিয়মিত ভাবে প্রকাশিত সাহিত্যপত্রিকা জন্মদিনের সম্পাদনা করছেন রাজীব ঘোষ ও সুবীর ঘোষ।