বাগুইহাটির চক্রবর্তীর বাড়ির অন্নপূর্ণা পুজোর আয়োজন

নিজস্ব প্রতিনিধি— সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে মা অন্নপূর্ণার পুজো করেন অনেকেই৷ দেবী অন্নপূর্ণা দ্বিভূজা৷ তাঁর একপাশে শ্রী অন্যপাশে ভূমি৷ বাসন্তীপুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো৷

বিগত ১৮ বছর ধরে দেবী অন্নপূর্ণার পুজোর আয়োজন করে আসছে বাগুইহাটির চক্রবর্তী পরিবার৷ এবারেও তার অন্যথা হলো না৷ পুজোর অন্যতম উদ্যোক্তা উজ্জ্বল চক্রবর্তী জানান ১৮ বছর আগে এই পুজো শুরু হয়৷ আজ এই পুজো একান্নবর্তী পরিবারে মিশে গিয়েছে৷

‘অষ্টমী’ উপলক্ষে মায়ের বিশেষ পূজা পাঠ ও ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়৷ পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও অঞ্জলি মধ্যে দিয়ে সুসম্পন্ন হল মা অন্নপূর্ণার বিশেষ পুজো৷


মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই পুজোতে সমানভাবে হাত মেলায়৷ এই পুজোর অন্যতম মহিলা সদস্যা স্বপ্না চক্রবর্তী ও সহেলী চক্রবর্তী জানান যে পুজো উপলক্ষে বাডি়তে সাজো সাজো রব পড়ে যায়৷ সকল মহিলারা কাঁধে কাঁধ মিলিয়ে এই পূজায় দায়িত্বভার গ্রহণ করে নেয়৷