• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

রেওয়া সারস্বত সম্মাননা পেলেন সঙ্গীতশিল্পী অরিত্র দাশগুপ্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিড়লা একাডেমিতে অনুষ্ঠিত হল রেওয়া সারস্বত সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন রেওয়ার সম্পাদক নির্মাল্য বিশ্বাস,  প্রেসিডেন্ট মণিদীপা চক্রবর্তী ও সেক্রেটারি জয়িতা বল চ্যাটার্জী। অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরিত্র দাশগুপ্তকে রেওয়ার পক্ষ থেকে সারস্বত সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নূপুরছন্দা ঘোষ, অভিজিৎ বসু, অনুশীলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিড়লা একাডেমিতে অনুষ্ঠিত হল রেওয়া সারস্বত সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন রেওয়ার সম্পাদক নির্মাল্য বিশ্বাস,  প্রেসিডেন্ট মণিদীপা চক্রবর্তী ও সেক্রেটারি জয়িতা বল চ্যাটার্জী। অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরিত্র দাশগুপ্তকে রেওয়ার পক্ষ থেকে সারস্বত সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নূপুরছন্দা ঘোষ, অভিজিৎ বসু, অনুশীলা বসু, রুনা দাশগুপ্ত, অভিজিৎ দাশগুপ্ত, দেবাদৃত চট্টোপাধ্যায়, রিনা গিরি, দীপিকা তরফদার, দীপা দাস, শুভদীপ রায়। সকল অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
অতিথি শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন নূপুরছন্দা ঘোষ, অভিজিৎ বসু, দেবাদৃত চট্টোপাধ্যায়, অনুশীলা বসু, দীপা দাস, সরমা সেন এবং সারস্বত সম্মাননা প্রাপক অরিত্র দাশগুপ্ত। আবৃত্তি পরিবেশন করেন রিনা গিরি। কাউন্সেলিং সাইকোলোজিস্ট  দীপিকা তরফদার বক্তব্য রাখেন। এছাড়াও সঙ্গীত পরিবেশনায় ছিলেন পারমিতা দত্ত রায়, সুজাতা সোম, জয়িতা বল চ্যাটার্জী, সোহম সেনগুপ্ত, মহুয়া শীল, গোপা গুপ্ত, শুক্লা ব্যানার্জী, গসিপ্স, ইপ্সিতা মুখার্জী এবং অরিত্র দাসগুপ্তের তত্বাবধানে নবনালন্দা সঙ্গীত শিক্ষায়তন এর ছাত্র ছাত্রীরা। নৃত্য পরিবেশনায় ছিলেন শর্মিলি বিশ্বাস, প্রজ্ঞাবন্তী ব্যানার্জী বিশ্বাস, মধুমিতা জয়া ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু, শ্যামা ভট্টাচাৰ্য।