রাধাকৃষ্ণের ঝুলন মহোৎসব সারা বিশ্বের সঙ্গে পালিত হয় কলকাতার কৃষ্ণপুরে। আয়োজনে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। সেই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে বিশাল মেলার আয়োজন করা হয়। একদিকে রাধাকৃষ্ণের ঝুলন দর্শনে ভক্তরা মুগ্ধ, সেই সঙ্গে সুস্বাদু প্রসাদ গ্রহণ। অন্যদিকে মঞ্চে আয়োজিত হল অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে অশোক ক্ল্যাসিক এন্ড হ্যান্ডস অফ স্টিল। আয়োজনে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। এই ক্লাব ১৯৯৪ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে। সম্প্রতি কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক গোপাল দেবনাথ এবং রাষ্ট্রপতির হাত থেকে বীর চক্র পুরস্কারপ্রাপ্ত বিমল কুমার চন্দকে সম্মানিত করেন ক্লাব সম্পাদক তাপস প্রামানিক। সঙ্গে ছিলেন অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের কর্ণধার বলিউড অভিনেতা ও স্পোর্টস পার্সন অশোকরাজ বারুই। ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন বিশ্বজিৎ মন্ডল, সনাতন মন্ডল এবং বলরাম মন্ডল। সান্ধ্যকালীন অনুষ্ঠানে অশোকরাজ আয়োজন করে শারীরিক কসরৎ- পুশ আপ, স্কোয়াটস, আর্ম রেস্টলিং, বাইসেপ কার্ল, বডি বিল্ডিং এবং পুরুষদের দেহসৌষ্ঠব প্রদর্শনী। সর্ব মোট ৩৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অশোক আখড়া-১ ব্যায়াম মন্দিরের পক্ষ থেকে প্রধান অতিথি গোপাল দেবনাথ এবং বিশিষ্ট অতিথি বিমল কুমার চন্দকে উত্তরীয় দিয়ে বরণ করে স্মারক তুলে দেন।
প্রবীণ সাংবাদিক সুজিৎ চট্টোপাধ্যায়কে দুই সংস্থার পক্ষ থেকেই উত্তরীয় এবং ট্রফি দিয়ে বরণ করে নেওয়া হয়। আর্ম রেস্টলিং এবং বডি শো অনুষ্ঠান শেষ হওয়ার পর আমিশারাজ যোগা গ্লাস ব্যালেন্স এবং আর্টিস্টিক প্রদর্শন করে সকলের হৃদয় জয় করে নেয়। জিমন্যাস্টিক প্রদর্শন করে আয়েশারাজ এবং বডি শো এবং ফিটনেস প্রদর্শন করে তাক লাগিয়ে দেয় ছোট্ট অমররাজ। অনুষ্ঠানের সার্বিক সহায়তায় মহেশ্বরী বারুই, সুরজ জয়সোয়াল, দীপায়ন ঘোষ, সমর্পিতা ঘোষ এবং অভীরূপ ঘোষ। আর্ম রেস্টলিং-এ চ্যাম্পিয়ন হয় পার্থিব সাহা রায়, বাইসেপ কার্ল-এ নবজিৎ ঘোষ, পুশআপে মহাফুজ রহমান, মেনস ফিজিকে দীপঙ্কর সরদার, বডি বিল্ডিং-এ দেব কুন্ডু এবং স্কোয়াটসে রাজ বীর। সেরার সেরা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স খেতাব জিতে নেন দেবকুমার কুন্ডু। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনা করেন অশোকরাজ বারুই। ঝুলন মেলা উপলক্ষে আগত দর্শকগণ অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে সমগ্ৰ অনুষ্ঠানটি উপভোগ করেন।