হাসপাতালে অসুস্থ সন্ধ্যা রায়, এখন কেমন আছেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:  গত ১৫ই জুন অথাৎ শনিবার হঠাৎ বুকে অস্বস্তি অনুভব করেন অভিনেত্রী সন্ধ্যা রায়৷ সঙ্গে সঙ্গে তাঁকে দক্ষিণ কলকাতার উডসল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি ২৪ ঘন্টা তিনজন চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন৷ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেত্রীর অবস্থা এখন স্থিতিশীল৷ নানারকম পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ এখনও অবধি রিপোর্টে তেমন কোনও আশঙ্কাজনক কিছু ধরা পড়েনি। তবে কিছু রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, উচ্চ রক্তচাপের সঙ্গে তাঁর ডায়বেটিসের চিকিৎসা চলছে। এছাড়াও তাঁর আরও কয়েকটি শারীরিক সমস্যা রয়েছে। সে সবেরও চিকিৎসা চলছে। আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেত্রী সন্ধ্যা রায়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। তবে আরও কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে বলেই জানা গিয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর দ্রুততার সঙ্গে অভিনেত্রী সন্ধ্যা রায়ের ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং নানারকম রক্ত পরীক্ষা করেছেন তাঁর চিকিৎসার তত্ত্বাবধানে গঠিত তিন চিকিৎসকের দল৷ সেইসব পরীক্ষার ভিত্তিতেই আপাতত চিকিৎসকদের ধারণা, করোনারি ইনসাফিসিয়েন্সিতে ভুগছেন অভিনেত্রী৷ অর্থাৎ তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে। যদিও সেটির প্রভাব খানিক কম৷ সেই জন্য এই মুহূর্তে কোনওরকম অক্সিজেন সাপোর্টের দরকার পড়ছে না অভিনেত্রীর৷ সব মিলিয়ে তিনি আপাতত স্থিতিশীল আছেন৷


প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়েসে রুপোলি পর্দার জগতে পা রাখেন তিনি৷ ১৯৫৭ সালে তাঁর প্রথম ছবি ‘মামলার ফল’ মুক্তি পায়৷ তরুণ মজুমদারের ‘ঠগিনি’ এবং সত্যজিত রায়ের ‘অশনি সংকেত’ অভিনয়ের জগতে তাঁকে সাফল্য এনে দেয়৷ তিনি দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে বিভিন্ন চরিত্রে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন।