• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

হোলি বৈঠকি অনুষ্ঠান

লাইভ যন্ত্রসংগীতে অংশ নেন - সুনন্দ মুখার্জি (সরোদ), প্রতীক মুখার্জি (তবলা), প্রিয়স্মিতা ঘোষ (কণ্ঠ), দেবলীনা লাহিড়ী (বোলপড়ন্ত) এবং অঙ্কিতা দাস ও দেবলীনা লাহিড়ী (নৃত্যে)।

নিজস্ব চিত্র

মার্চের ১৪ তারিখ ছিল দোল পূর্ণিমা ও হোলি উৎসব। আর এই উপলক্ষে উত্তর কলকাতার বিডন স্ট্রিটে অবস্থিত ছাতুবাবুর – লাটুবাবুর ঠাকুরদালানে অনুষ্ঠিত হয়ে গেল বৈঠকী শাস্ত্রীয় অনুষ্ঠান। কলকাতা শহরে যে কটি বনেদি বাঙালি বাড়িতে এখনও গান-বাজনার আসর বসে এটি তাদের অন্যতম । বাড়ির অন্যতম কর্মকর্তা শৈবাল দেব জানালেন যে, নতুন প্রজন্ম ব্যস্ত কাজে-কর্মে। পেশার তাগিদে ছড়িয়ে রয়েছেন দেশে-বিদেশে। যেকারণে এনারাই এই হাল ধরে রেখেছেন।

আশা রাখছেন ভবিষ্যতে পরবর্তী প্রজন্ম এই রাশ নিজেদের হাতে তুলে নেবেন। শুরু হয় কত্থক নৃত্যে। জয়পুর শৈলীর কত্থক নৃত্যশিল্পী অনুরেখা ঘোষ এককে এবং তার ছাত্রীদের নিয়ে উপস্থাপন করলেন- সূচনা নিবেদন “আজ রঙ্গ হে”, বহু প্রাচীন বসন্ত কভীদ ও নৃত্য, বসন্ত বন্দনা, ত্রিতালে পারম্পরিক কিছু নিবেদন এবং হোরি । লাইভ যন্ত্রসংগীতে অংশ নেন – সুনন্দ মুখার্জি (সরোদ), প্রতীক মুখার্জি (তবলা), প্রিয়স্মিতা ঘোষ (কণ্ঠ), দেবলীনা লাহিড়ী (বোলপড়ন্ত) এবং অঙ্কিতা দাস ও দেবলীনা লাহিড়ী (নৃত্যে)। এরপর বিশিষ্ট হারমোনিয়াম বাদক পন্ডিত জ্যোতি গোহের একক পরিবেশনা শোনা গেল।

শুরু করেন রাগ ইমনে আলাপ, পরে গতকারি ত্রিতালে। এরপর রাগেশ্রীতে দ্রুত (ত্রিতাল) গত। একে একে মাতিয়ে দিলেন- “লাগি লগন (হংসধ্বনি), পিলু ও “ইয়াদ পিয়া কি আয়ে” পরিবেশনায়। তবলা সহযোগিতায় অনন্য ছিলেন প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়। আসরের সমাপন ঘটে তরুণ প্রজন্মের সেতারি শৌভিক মুখার্জির রাগ কাফি পরিবেশনে। আলাপ ও জোড়ের পর ছিল গতকারি (ত্রিতালে)। তবলায় ছিলেন আরেক তরুণ সৌরভ গোহ।