দক্ষিণ দমদম পুরসভার উদ্যোগে তিন দিনব্যাপী পরিবেশ মেলার আয়োজন করা হয়েছিল । ১০ থেকে ১২ই জানুয়ারি ২০২৫। দমদম পৌরসভার মেয়র পরিষদ মুনমুন চ্যাটার্জির উদ্যোগে মেলা টি অনুষ্ঠিত হয়। এই মেলার মাধ্যমে অঞ্চলের মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়। এই মেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী শীতেশ চ্যাটার্জী। তিনি কৃষি ক্ষেত্রে কীটনাশক এর ব্যবহার সম্পর্কে মানুষকে সতর্ক করেন।
এই মেলায় পরিবেশ বিষয়ক নানা কার্যক্রম নেওয়া হয় যথা পুষ্প প্রদর্শনী ফুলফলের সম্ভার ও ছাদ বাগানের প্রয়োজনীয়তা নিয়ে এলাকার মানুষকে জানানো হয়। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শনী করে। আলোক দূষণ নিয়ে একটি বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে, পরিবেশ বিষয়ক কুইজের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা প্রচার করল। মেলায় উপস্থিত ছিল বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী ।