যাত্রা শিল্পীদের উদ্যোগে হাসপাতাল চত্বরে ফল ও চারা গাছ বিতরণ

নিজস্ব চিত্র

‘আমরা যাত্রা ভালবাসি: স্বেচ্ছাসেবী সংস্থার জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলকোট হাসপাতালের রোগীদের ফল বিতরণ করা হয় বৃহস্পতিবার। এর পাশাপাশি এদিন রোগীর আত্মীয়-স্বজন এবং হাসপাতালে আগতদের বিশ্ব উষ্ণায়নকে রোধ করার বার্তা দেওয়ার উদ্দেশ্যে চারা গাছ তুলে দেওয়া হয়। বর্তমানে বাউল গান থেকে শুরু করে যাত্রাপালা, লোকসংগীত, কবিগানের মাধুর্যকে সরিয়ে রেখে আধুনিক সংস্কৃতিতে জড়িয়ে পড়ছে গ্রাম বাংলার মানুষেরা। সেই পুরাতন ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ফিরিয়ে নিয়ে আসতে আমরা যাত্রা ভালবাসি সংস্থার প্রয়াস সাধুবাদ।

যাত্রা শিল্পকে টিকিয়ে রাখতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে এই সংস্থা। হাসপাতাল চত্বরে রোগীদের হাতে হাতে ফল তুলে দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী সহ ক্লাবের কর্মকর্তারা।

‘আমরা যাত্রা ভালবাসি’ সংস্থার সভাপতি মৃন্ময় চক্রবর্তী, সম্পাদক হিমাদ্রি চক্রবর্তী, যুগ্ম সম্পাদক জয়ন্ত চৌধুরী প্রমুখরা জানান, “প্রতিবছর আমরা মানুষের পাশে থাকতে সকলের সহযোগিতায় এগিয়ে আসি। বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন কর্মসূচিতে আমাদের সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাংলার ঐতিহ্যবাহী যাত্রা শিল্পকে বিশ্বজগতের সামনে নিয়ে আনতে আমরা বদ্ধপরিকর এবং আগামী দিন এই বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব”।