• facebook
  • twitter
Monday, 20 January, 2025

নৃত্য সমারোহ ২০২৫

সম্প্রতি রবীন্দ্র সদনে শ্রীমতী ঝিনুক মুখার্জি সিনহার তত্ত্বাবধানে সাউথ কলকাতা নৃত্যাঙ্গনের অষ্টাদশ বার্ষিক অনুষ্ঠান " নৃত্য সমারোহ" অনুষ্ঠিত হয়ে গেল।

সম্প্রতি রবীন্দ্র সদনে শ্রীমতী ঝিনুক মুখার্জি সিনহার তত্ত্বাবধানে সাউথ কলকাতা নৃত্যাঙ্গনের অষ্টাদশ বার্ষিক অনুষ্ঠান ” নৃত্য সমারোহ” অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী পলি গুহ, সুস্মিতা নন্দী শেঠিয়া, উর্মিলা ভৌমিক, শ্রী দেবাশীষ কুমার, শ্রী চন্দ্রোদয় ঘোষ, শ্রী সোমনাথ কুটটি, শ্রী তরুণ বোস, শ্রী দুর্গাপ্রসাদ মুখার্জি, প্রমুখ। অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন বিশিষ্ট নৃত্যশিল্পী অর্কদেব ভট্টাচার্য।

প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে চার বছর থেকে পঞ্চাশ বছর বয়সী ছাত্রীরা শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম এর নৃত্যশৈলী দর্শকদের সামনে তুলে ধরে। পরপর নাচের মাধ্যমে তাদের দক্ষতার পরিচয় দেয়। ছাত্রীদের পরিবেশিত কয়েকটি নাচের মধ্যে উল্লেখযোগ্য হলো সরস্বতী বন্দনা মানিক্য বীণা, মহাদেবকে শ্রদ্ধা নিবেদন করে আনন্দ নট মিডু পদম, খুব ছোট বাচ্চাদের পরিবেশিত কুন্তল ভরলি রাগের উপর নির্মিত কেবলমাত্র বাদ্যযন্ত্রের সাথে নাচ, পরাশক্তি জননী, কুবের কৌতুভম, শ্রীকৃষ্ণ ভজন কৃষ্ণ মুকুন্দ মুরারি দর্শকদের মন জয় করে নেয়।

সর্বশেষে বৃন্দাবনী সারং তিললানা দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। পূর্ণ প্রেক্ষাগৃহে প্রায় হাজার জনের সামনে প্রত্যেকটি শিল্পী তাদের পরিশ্রম ও মেধা দিয়ে পরিবেশনকে ভরিয়ে তুলেছিল। শ্রীমতী ঝিনুক মুখার্জি সিনহা তাঁর বেশ কয়েক বছর ধরে শাস্ত্রীয় নৃত্যের এই ধারা বহন করে চলেছেন এবং তাঁর ছাত্র ছাত্রীদের মধ্যে তার প্রভাব রেখেছেন। তাঁর সুযোগ্য ছাত্রীরা এই অনুষ্ঠানে তাঁর যত্ন ও পরিশ্রমের সুস্পষ্ট ছাপ রাখতে সক্ষম হয়েছেন।