• facebook
  • twitter
Monday, 13 January, 2025

ব্যারাকপুর কলামন্দিরের বার্ষিক অনুষ্ঠান

ব্যারাকপুর কলামন্দির আয়োজিত তিন দিনের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সুকান্ত সদনে। এই উৎসবের উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা।

ব্যারাকপুর কলামন্দির আয়োজিত তিন দিনের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সুকান্ত সদনে। এই উৎসবের উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য শ্যামা। ওই দিন সন্ধ্যায় প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ। এক স্বর্গীয় পরিবেশ তৈরী হয়েছিল সেই সন্ধ্যায়। প্রেম বিরহে পরিপূর্ণ শ্যামা নৃত্যনাট্যটি দর্শকের মন ছুঁয়ে গেছে।

চরিত্র রূপায়নে ছিলেন— বজ্রসেন: গৌতম দে, শ্যামা: পিয়ালী দাশগুপ্ত, কোটাল: রাকেশ বিশ্বাস, উত্তীয়: কৌশিক রায়, বন্ধু: বিষ্ণু দাস। অন্যান্য চরিত্রে ছিলেন কলামন্দিরের ছাত্রছাত্রীবৃন্দ। সমগ্র নৃত্যানুষ্ঠান পরিচালনায় ছিলেন কলামন্দিরের কর্নধার গৌতম দে। অন্যদিকে, “Kathak in vogue: A story of love and friendship” —এই অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল ভালোবাসা ও বন্ধুত্বের মেলবন্ধন। বন্ধুত্ব শুধু দুটো মানুষের মধ্যে হয় এমন নয় দুটো ঘরানা কত্থক এবং কনটেম্পোরারি দুটো আলাদা স্টাইল হওয়া সত্ত্বেও তারা ভালোবাসা ও বন্ধুত্বের হাত ধরে এক হতে পারে। আধুনিক ভাবধারার মিউজিক সময়ের হাত ধরে আসবে এবং ক্লাসিক মিউজিকের সঙ্গে লয় বেঁধে তারা পথ চলবে।

নৃত্যশিল্পীরা এবং তালবাদ্যের শিল্পীরা এক অনন্য সুন্দর মঞ্চ উপস্থাপন করেছিল সেই দিন। তবলা: বিশ্বজিৎ পাল, সেতার: সন্দীপ নিয়োগী, পারকাসান: পৃথিবী মুখার্জি, নৃত্যে: দেবকন্যা দে ও তেজস্মান দাশগুপ্ত। এই নৃত্যানুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কলামন্দিরের কর্ণধার গৌতম দে।