• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নতুন আঙ্গিকে হাজার কন্ঠ

কলকাতা— ‘সঙ্গীত ভারতী মুক্তধারা’ প্রযোজিত ‘হাজার কন্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত’ – অনুষ্ঠানটির সঙ্গে কলকাতার সংস্কৃতিমনস্ক বহু বাঙালিই পরিচিত৷ বরাবর কলকাতার নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়ে এসেছে৷ ২০১৬ সালে ‘আর্ট অফ লিভিং’ আয়োজিত দিল্লির বিশ্ব সংস্কৃতি উৎসবেও ‘হাজার কন্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত’ পরিবেশিত হয়েছে৷ কবিপক্ষ আসন্ন৷ তার আগে নতুন আঙ্গিকে ‘হাজার কন্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত’-কে পরিবেশন করতে চলেছে

কলকাতা— ‘সঙ্গীত ভারতী মুক্তধারা’ প্রযোজিত ‘হাজার কন্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত’ – অনুষ্ঠানটির সঙ্গে কলকাতার সংস্কৃতিমনস্ক বহু বাঙালিই পরিচিত৷ বরাবর কলকাতার নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়ে এসেছে৷ ২০১৬ সালে ‘আর্ট অফ লিভিং’ আয়োজিত দিল্লির বিশ্ব সংস্কৃতি উৎসবেও ‘হাজার কন্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত’ পরিবেশিত হয়েছে৷

কবিপক্ষ আসন্ন৷ তার আগে নতুন আঙ্গিকে ‘হাজার কন্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত’-কে পরিবেশন করতে চলেছে ‘সঙ্গীত ভারতী মুক্তধারা৷’ ১২-ই মে, ২০২৪, রবিবার, সকাল এগারোটায়, পশ্চিমবঙ্গ-সহ ভারতের মোট ১১ টি রাজ্যে পরিবেশিত হবে ‘শতকন্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত৷’ ভারতের উত্তর, দক্ষিণ, পুর্ব, পশ্চিম, চারপ্রান্তেই পরিবেশিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান৷ একই দিনে একই সময়ে একই মিউজিক ট্র্যাকের সঙ্গে একই গান গেয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবেন ভারত জুড়ে এক হাজারেরও বেশি কন্ঠশিল্পী৷

এই প্রথম ভারতবর্ষের ১১ টি রাজ্যের ১১ টি শহর থেকে একযোগে পরিবেশিত হবে সম্মেলক রবীন্দ্রসঙ্গীতের একটিমাত্র অনুষ্ঠান৷ দেড়ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে থাকবে কুড়িটি রবীন্দ্রসঙ্গীত৷ ১১ টি রাজ্যের যে ১১ টি প্রেক্ষাগৃহে অনুষ্ঠান হবে, তার প্রত্যেক প্রেক্ষাগৃহের পর্দায় সরাসরি দেখানো হবে অন্য দশটি রাজ্যের দশটি প্রেক্ষাগৃহের অনুষ্ঠান৷ এইভাবে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে অনন্য হয়ে উঠতে চলেছে ‘হাজার কন্ঠে রবীন্দ্রসঙ্গীত৷’ সঙ্গীত ভারতী মুক্তধারার উদ্যোগে কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের৷

এই অভিনব অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনা করেছেন ‘সঙ্গীত ভারতী মুক্তধারা’-র কর্ণধার শ্রীমতী অরুন্ধতী দেব৷