• facebook
  • twitter
Monday, 13 January, 2025

হিমঘ্ন স্মৃতি প্রতিভার উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান

হিমঘ্ন স্মৃতি সংগীত প্রতিভা শ্রদ্ধেয় শিল্পী হিমঘ্ন রায়চৌধুরীর নামে প্রতিষ্ঠা করেছিলেন (ঈশ্বর) সোমেন চ্যাটার্জি (ভবানীপুর সংগীত সম্মিলনীর ট্রাস্টি, সেক্রেটারী)।

হিমঘ্ন স্মৃতি সংগীত প্রতিভা শ্রদ্ধেয় শিল্পী হিমঘ্ন রায়চৌধুরীর নামে প্রতিষ্ঠা করেছিলেন (ঈশ্বর) সোমেন চ্যাটার্জি (ভবানীপুর সংগীত সম্মিলনীর ট্রাস্টি, সেক্রেটারী)। স্বর্গত শ্রী সোমেন চ্যাটার্জির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। হিমগ্ন রায় চৌধুরী পুরাতনী বাংলা গানের, ধ্রুপদ, টপ্পা, রবীন্দ্র সংগীত সহ বাংলা গানের বিভিন্ন ধারায় গান করেছেন। রবীন্দ্রসদনে ২০০ বছরের বাংলা গান নিয়ে অনুষ্ঠান করেন। হিমঘ্ন স্মরণে সম্প্রতি একটি মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে শাস্ত্রীয় আঙ্গিকে ভায়োলিন বাজান ডক্টর সুদীপেন্দ্রনাথ চ্যাটার্জি।

রাগ কৌশিকীতে আলাপ, জোড়, ঝালা এবং পরে বিলম্বিত (একতালে); খেয়াল অঙ্গে বাজানো হয়। তারপর দ্রুত লয়ে তন্ত্রকারী অঙ্গে গত, বিভিন্ন ছন্দে তানের প্রকার এবং শেষে ঝালা দিয়ে অনুষ্ঠান শেষ হয় তবলায় সহযোগিতা করেন সুরজিৎ সাহা, সহ-ভায়োলিনে ছিলেন প্রার্থনা কর্মকার ও ঐশীকি ঘোষ। এরপর সেতার পরিবেশন করেন প্রবীণ শিল্পী শিবপ্রসাদ ভট্টাচার্য। শোনালেন রাগ পটদীপ। আলাপ-জোড়-ঝালা, পরে বিলম্বিত, দ্রুত গত। তালবাদ্যে সহযোগিতা করেন সঞ্জীব ঘোষাল। বেনারস থেকে আগত কন্ঠসংগীত শিল্পী প্রিয়াংশু ঘোষ পরিবেশন করেন রাগ শিবরঞ্জনী। বিলম্বিত ও পরে দ্রুত রচনা। তারপর চয়নে ছিল রাগ মধুকোষ। ভজন দিয়ে অনুষ্ঠান শেষ করেন।