• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে ৬ জোড়া অতিরিক্ত স্পেশাল ট্রেন পরিষেবা রেলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে ভিড় সামলাতে একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল৷ ৬ জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেনও চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ তারকেশ্বরে বিখ্যাত শ্রাবণী মেলা শুরু হয় গুরুপূর্ণিমার দিনে। আর শেষ হয় রাখি পূর্ণিমায়৷ এবছর মেলা শুরু হচ্ছে ২১ জুলাই৷ চলবে ১৯ অগস্ট পর্যন্ত৷ গোটা শ্রাবণ মাস জুড়ে প্রতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে ভিড় সামলাতে একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল৷ ৬ জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেনও চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ৷

তারকেশ্বরে বিখ্যাত শ্রাবণী মেলা শুরু হয় গুরুপূর্ণিমার দিনে। আর শেষ হয় রাখি পূর্ণিমায়৷ এবছর মেলা শুরু হচ্ছে ২১ জুলাই৷ চলবে ১৯ অগস্ট পর্যন্ত৷ গোটা শ্রাবণ মাস জুড়ে প্রতি বছর তারকেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়৷ বিশেষ করে সোমবার ও ছুটির দিনগুলিতে তারকেশ্বর শহরে উপচে পড়ে ভক্তদের ভিড়৷ ভগবান শিবের ‘জলাভিষেক’ উপলক্ষে অনুষ্ঠিত হয় মেলা৷ এইসময় তারকেশ্বর এবং শেওড়াফুলি স্টেশনে প্রচুর সংখ্যায় ভক্তদের ঢল নামতে দেখা যায়৷ ভক্তদের প্রয়োজনের কথা বিবেচনা করেই পূর্ব রেলের হাওড়া বিভাগ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে ৬ জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷ যা হাওড়া-তারকেশ্বর শাখায় প্রত্যেক রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে৷

রেলসূত্রে খবর, হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের যাওয়ার জন্য ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ এবং দুপুর ১২:৫০ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৫:৩৫ এবং দুপুর ০২:২০ মিনিটে পৌঁছবে তারকেশ্বরে৷ পাশাপাশি ভক্তদের হাওড়া ফিরতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখে স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০:৫৫ এবং রাত ০৯:১৭ মিনিটে ছাড়বে৷ সেগুলি হাওড়া পৌঁছবে দুপুর ১২:৩০ এবং রাত ১০:৪৫ মিনিটে৷ শেওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশ্যালগুলি শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, সকাল ০৯:২০, বিকেল ০৪:২০ এবং সন্ধ্যা ০৭:৪০ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে সকাল ০৭:৪৫, সকাল ১০:১৫, বিকেল ০৫:১০ এবং রাত ০৮:৩০ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে৷ অপরদিকে তারকেশ্বর-শেওড়াফুলি ইএমইউ স্পেশালগুলি তারকেশ্বর থেকে সকাল ০৫:৫৫, সকাল ০৮:১০, দুপুর ০২:৫০ এবং সন্ধ্যা ০৬:৪০ মিনিটে ছাড়বে। এবং যথাক্রমে সকাল ০৬:৪৫, সকাল ০৯:০৩, বিকেল ০৩:৪০ এবং সন্ধ্যা ০৭:৩০ মিনিটে শেওড়াফুলিতে পৌঁছবে৷