১৯৩৩ সালে যাত্রা শুরু করেছিল ‘অল বেঙ্গল উইমেন্স ইউনিয়ন’ (এ বি ডাবলিউ ইউ)। আজ নয় দশক পেরিয়ে তা একটি সুদূর প্রসারী নারী অধিকার সংস্থায় বিকশিত হয়েছে। ঠিকানা- ৮৯, ইলিয়ট রোড।সমাজের অসহায় নারী এবং শিশুদের আশ্রয়, সহায়তা এবং মৌলিক অধিকার দান এই সংস্থার প্রধান কাজ। কলকাতার একদল দৃঢ়প্রতিজ্ঞ নারীদের আন্দোলনের মাধ্যমে এই সংস্থার যাত্রা শুরু। নারী এবং শিশু পাচারের বিরুদ্ধে ‘ বেঙ্গল সাপ্রেশন অফ ইমমোরাল ট্রাফিক অ্যাক্ট (১৯৩৩) প্রণয়নের ক্ষেত্রে ‘অল বেঙ্গল উইমেন্স ইউনিয়ন’ প্রধান ভূমিকা পালন করেছিল।
১৯৩৩ সালেই দমদমে চালু হয়েছিল প্রথম আশ্রয় কেন্দ্র। সেখানে শোষণের শিকার হওয়া তিনজন তরুণী নতুন জীবনের সন্ধান পায়। এরপরের নয় দশক ধরে সমাজের অসহায় নারী এবং শিশুদের পাশে দাঁড়িয়ে এবং আশ্রয় দিয়ে ‘অল বেঙ্গল উইমেন্স ইউনিয়ন’ তার ডানা প্রসারিত করেছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের লড়াইয়ের প্রয়োজনে আইনি সহায়তা দিয়েছে এবং স্বনির্ভর হতে শিখিয়েছে। সংস্থার পরিচালনায় ‘সুরুচি’ উদ্যোগের তৈরি কেক এবং অন্যান্য খাদ্য সামগ্রী শহরের ভোজন রসিকদের নজর কেড়েছে। ভারত সরকারের গৃহ মন্ত্রকের মান্যতা প্রাপ্ত এই সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক পশ্চিমবঙ্গের রাজ্যপাল।