• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

মসনদে বসতেই বড় চমক! ভারতে আরও ৬ শহরে ট্রাম্প টাওয়ার

ডোনাল্ড ট্রাম্পের পরিবারের রিয়েল এস্টেট ব্যবসার বহর বাড়তে চলেছে। ভারতের মুম্বই, পুনে, গুরুগ্রাম, কলকাতায় রয়েছে ট্রাম্প টাওয়ার।

ডোনাল্ড ট্রাম্পের পরিবারের রিয়েল এস্টেট ব্যবসার বহর বাড়তে চলেছে। ভারতের মুম্বই, পুনে, গুরুগ্রাম, কলকাতায় রয়েছে ট্রাম্প টাওয়ার। রিপোর্টে প্রকাশ, আগামী ৬ বছরে ভারতের ট্রাম্প টাওয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়ে দুই অঙ্কে পৌঁছবে। বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো শহরগুলিতে ট্রাম্প টাওয়ার তৈরি হবে। আমেরিকা বাদে বিশ্বের আর কোনও দেশে এতগুলি ট্রাম্প টাওয়ার নেই।

ট্রাম্প পরিবারের অন্যতম প্রধান ব্যবসা হল রিয়েল এস্টেট। ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্পই মূলত এই ব্যবসা দেখভাল করেন। ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের রিয়েল এস্টেট পার্টনার ট্রিবেকা ডেভেলপার্স। এই কোম্পানিই ভারতে ট্রাম্প টাওয়ার নির্মাণ করছে।

বর্তমানে ভারতের মুম্বই, পুনে, গুরুগ্রাম ও কলকাতায় ট্রাম্প টাওয়ার রয়েছে। এগুলির মোট আয়তন ৩০ লক্ষ বর্গমিটার। প্রতিটির ফ্ল্যাটের দাম ৬ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকার মধ্যে। এগুলির মোট মূল্য ৭,৫০০ কোটি টাকা। বেঙ্গালুরু-সহ আরও ৬টি শহরে ৬টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এর ফলে টাওয়ারের ফ্লোর এরিয়া বেড়ে দাঁড়াবে ৮০ লক্ষ বর্গমিটার, যার মোট মূল্য হতে পারে ১৫ হাজার কোটি টাকা।