• facebook
  • twitter
Thursday, 20 February, 2025

দ্য সিয়াটেল ভেটেরিনারির প্রথম মাল্টিস্পেশালিটি সেন্টার কলকাতায়

২৪x৭ জরুরি পরিষেবা, আইসিইউ সুবিধা, আউটডোর সেবা

প্রতীকী চিত্র

পশু চিকিৎসার ক্ষেত্রে অন্যতম অগ্রগণ্য নাম দ্য সিয়াটেল ভেটেরিনারি হাসপাতাল, সম্প্রতি কলকাতায় তাদের প্রথম অত্যাধুনিক মাল্টিস্পেশালিটি সেন্টারের উদ্বোধন করল। তানিয়া দত্ত প্রতিষ্ঠিত এই হাসপাতালটি এক ছাদের নিচে পোষ্যদের জন্য সর্বাঙ্গীন পরিষেবা প্রদান করে, শহরের পশু চিকিৎসায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। প্রায় ৩,০০০ স্কোয়ার ফিট এলাকা জুড়ে গড়ে ওঠা এই হাসপাতালে কুকুর, বিড়াল, পাখি, খরগোশ, কচ্ছপ এবং অন্যান্য ছোট স্তন্যপায়ীদের চিকিৎসার জন্য উন্নত পরিষেবা থাকবে।

এই আধুনিক হাসপাতালে থাকছে ২৪x৭ জরুরি পরিষেবা, আইসিইউ সুবিধা, আউটডোর সেবা (ওপিডি), গ্রুমিং, রেডিওগ্রাফি, উন্নত প্যাথলজি, এন্ডোস্কপি, ল্যাপারোস্কপিক সার্জারি, ইন-হাউস ফার্মেসি। আগামী ১ এপ্রিল চালু হতে চলেছে একটি পোষ্য-বান্ধব ক্যাফে। এখানে একসঙ্গে ১০টিরও বেশি পোষ্য ভর্তি হতে পারবে এবং জটিল রোগ নিরাময়ে সমস্ত আধুনিক ব্যবস্থা থাকবে (ডিস্টেম্পার ও র‍্যাবিস ছাড়া)।
বেঙ্গালুরু, দিল্লি এবং কানাডার অভিজ্ঞ পশু চিকিৎসকদের দল, দিন-রাত পরিষেবা দেবে এবং ২৪x৭ পরামর্শ সেবা উপলব্ধ থাকবে।

পোষ্যদের মানসিক শান্তি নিশ্চিত করতে এই হাসপাতালে বন্ধুত্বপূর্ণ স্টাফ ও নানা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ পরিষেবার মধ্যে আগামী ১ মার্চ থেকে চালু হতে চলেছে পিক-অ্যান্ড-ড্রপ জরুরি পরিষেবা, এক্সোটিক পোষ্যদের জন্য বিশেষ যত্ন, বার্ষিক স্বাস্থ্য কর্মসূচি এবং সমাজের জন্য নিয়মিত পোষ্য যত্ন সচেতনতা অনুষ্ঠান। এছাড়াও, হাসপাতালের ফার্মেসি সবাইকে পরিষেবা দেবে, চিকিৎসাধীন না থাকলেও প্রয়োজনীয় ওষুধ মিলবে।

দ্য সিয়াটেল ভেটেরিনারি হাসপাতালের প্রতিষ্ঠাতা তানিয়া দত্ত বলেন, ‘আমাদের লক্ষ্য কলকাতার পোষ্য চিকিৎসার মান বদলে দেওয়া এবং এক ছাদের নিচে সমস্ত ভেটেরিনারি পরিষেবা প্রদান করা। উন্নত ডায়াগনস্টিক থেকে শুরু করে পোষ্য-বান্ধব ক্যাফে—আমরা এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে পোষ্য ও তাদের মালিকেরা নিজেদের বাড়ির মতোই আরামদায়ক বোধ করবেন।’

এই যুগান্তকারী প্রতিষ্ঠানটি কলকাতায় প্রথমবার এমন ভেটেরিনারি পরিষেবার সুযোগ দেবে, যেখানে পোষ্য মালিকেরা এক ছাদের নিচে গ্রুমিং, রুটিন পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক এবং সার্জারি—সবকিছুই পেয়ে যাবেন।