• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

কুয়েতে ‘হাওয়াই চটি’র দাম ১ লাখ টাকা! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হাসির রোল ইন্টারনেট জুড়ে

কুয়েত সিটি: হাওয়াই চটির সঙ্গে আমরা সকলেই পরিচিত৷ সস্তা ও সহজলভ্য এই চটির জুড়ি মেলা ভার৷ কিন্ত্ত যদি ১ লাখ টাকা দিয়ে একটি ‘হাওয়াই চটি’ কিনতে বলা হয় তাহলে আপনি কিনবেন? চমকে গেলেন তো ? হ্যাঁ, ১ লাখ টাকা৷ সৌদি আরবের কুয়েতে এক খুচরো বিক্রেতাকে একটি জুতো বিক্রি করতে দেখা যাচ্ছে৷ যা অবিকল হাওয়াই চটির

কুয়েত সিটি: হাওয়াই চটির সঙ্গে আমরা সকলেই পরিচিত৷ সস্তা ও সহজলভ্য এই চটির জুড়ি মেলা ভার৷ কিন্ত্ত যদি ১ লাখ টাকা দিয়ে একটি ‘হাওয়াই চটি’ কিনতে বলা হয় তাহলে আপনি কিনবেন? চমকে গেলেন তো ? হ্যাঁ, ১ লাখ টাকা৷ সৌদি আরবের কুয়েতে এক খুচরো বিক্রেতাকে একটি জুতো বিক্রি করতে দেখা যাচ্ছে৷ যা অবিকল হাওয়াই চটির মতো দেখতে৷

ইতিমধ্যেই এই চটির দাম নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা৷ কুয়েতের খুচরো বিক্রেতা এই চটির দাম রেখেছেন প্রায় ৪৫ হাজার রিয়াল অর্থাৎ এক লাখ টাকা৷ এই দাম দেখে সমাজ মাধ্যমে ভারতীয়রা একাধিক মজার মজার কমেন্ট করেছেন৷ অনেকে বলেছেন, এই জুতো নাকি তাঁরা বাথরুমে যাওয়ার জন্য ব্যবহার করেন৷ অনেকে আবার এত দাম রাখার জন্য সমালোচনা করেছেন ওই বিক্রেতার৷

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে৷ যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে গ্লাভস পরে একটি ‘হাওয়াই চটি’ দেখাচ্ছেন৷ হাত দিয়ে টিপে দেখানো হচ্ছে যে, জুতোর সোলটা কতটা নরম৷ জুতোটির উপর নিচ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন সেলস পার্সন৷ পাশাপাশি পিছন দিকে ফোল্ড করে দেখানো হচ্ছে যে, জুতোটা কতটা পোক্ত৷ ভিডিয়োর ক্যাপশনে জুতোটির নাম লেখা আছে, জানৌবা (Zanouba)৷ দাম ৪৫০০ রিয়াল৷

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের নজর কেডে়ছে৷ অনেকেই ভিডিয়োটি শেয়ার করে বিভিন্ন রকমের মন্তব্য করছেন৷ একজন ইউজার লিখেছেন, এই সময়, ধনীদের যা খুশি তাই বিক্রি করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে৷ আর একজন ইউজার লিখেছেন, তাহলে আমরা সারাজীবন ধরে এত দামী (৪৫০০ রিয়াল) চটি বাথরুমে যাওয়ার জন্য ব্যবহার করছিলাম! আর একজন লিখেছেন, আমাদের পরিবারে বাথরুমে যাওয়ার জন্য এই চটি ব্যবহার করা হয়৷

এই চটির দাম নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে৷ অনেকে লিখেছেন, ভারতে এই চটি ৬০ টাকায় পাওয়া যায়৷ আর একজন আবার লিখেছেন, কয়েক জায়গায় ৩০ টাকাতেও বিক্রি হতে দেখা যায়৷ এক ইনস্টাগ্রাম ইউজার আবার এটিকে স্ক্যাম বলে দাগিয়ে দিয়েছেন৷

তবে যত ভালোই জুতো হোক না কেন, এই জুতোর দাম ১ লাখ টাকা কীভাবে হতে পারে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা৷ এই জুতোকে শোকেস করার পদ্ধতিও নজরকাড়া৷ তবে দাম এত বেশি হলে সেটা শোকেস করার পদ্ধতি তো ভালো করতেই হবে- এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ৷