• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিয়ের মরশুমে আকাশ ছোঁয়া সোনার দর

কলকাতা, ১১ এপ্রিল— মাত্র কয়েক দিন বাদেই বৈশাখ প্রবেশ করবে৷ তার পরেই শুরু হবে বিয়ের মরশুম৷ বিয়ের জন্য যাঁরা গয়না গডি়য়ে রাখবেন ভাবছিলেন তাঁদের মাথায় হাত৷ পয়লা বৈশাখে সোনার দোকানের সেই চেনা ভিড় আর নেই৷ সামনেই অক্ষয় তৃতীয়া৷ সেদিনও সোনার দোকান ফাঁকাই থাকবে বলে মনে করা হচ্ছে৷ এই প্রথম জিএসটি ছাড়াই সোনার দাম ৭০ হাজার

কলকাতা, ১১ এপ্রিল— মাত্র কয়েক দিন বাদেই বৈশাখ প্রবেশ করবে৷ তার পরেই শুরু হবে বিয়ের মরশুম৷ বিয়ের জন্য যাঁরা গয়না গডি়য়ে রাখবেন ভাবছিলেন তাঁদের মাথায় হাত৷ পয়লা বৈশাখে সোনার দোকানের সেই চেনা ভিড় আর নেই৷ সামনেই অক্ষয় তৃতীয়া৷ সেদিনও সোনার দোকান ফাঁকাই থাকবে বলে মনে করা হচ্ছে৷

এই প্রথম জিএসটি ছাড়াই সোনার দাম ৭০ হাজার টাকা ছাডি়য়ে গেছে৷ জিএসটি নিয়ে ৭২,২০৩ টাকা৷ সোমবার বাজার বন্ধ হওয়ার সময় এই দামই ছিল৷ আজ বুধবার ১০ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৭২ হাজার ৬৫০ টাকা৷ ১০ গ্রাম হলমার্ক সোনা বিক্রি হচ্ছে ৬৯,০৫০ টাকায়৷ আর ১০ গ্রাম সোনার বাটের দাম ৭২,২৫০ টাকা৷

বিশ্ব বাজারে দাম বৃদ্ধির প্রভাবে বেশ কিছু দিন ধরেই দেশে সোনার দাম চড়ছে৷ এত তাড়াতাডি় খুচরো সোনা ৭০,০০০ টাকার মাইলফলক ছাডি়য়ে যাবে ভাবা যায়নি৷ স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, বৈশাখের প্রথম দিনে বহু মানুষ নতুন গয়না কেনেন৷ সাধারণ রোজগেরেরা এই ভাবেই সঞ্চয় রাস্তায় হাঁটেন৷ সে জন্য তোড়জোড় শুরু হয় এই সময়৷ সেগুলির বরাত আসতে শুরু করে চৈত্রের শেষ থেকেই৷ কিন্ত্ত এ বছর তার ব্যতিক্রম দেখা যাচ্ছে৷ বরাত প্রায় নেই বললেই চলে৷