• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গত ১৬ বছরে সর্বোচ্চ উৎপাদন সূচক

দিল্লি, ৪ এপ্রিল— দেশের বাজারে পণ্যের চাহিদা বাড়ছে৷ বিশ্ব অর্থনীতির অবস্থা কিছুটা শোধরানোয় চাহিদা বাড়ছে রফতানি ক্ষেত্রেও৷ সব মিলিয়ে উৎপাদন সংস্থাগুলির বরাতের পরিস্থিতিরও উন্নতি হচ্ছে৷ এর ফলে মার্চে দেশের উৎপাদন ক্ষেত্রের কর্মকাণ্ড বিপুল বৃদ্ধির লক্ষণ স্পষ্ট হল৷ গত মাসে এইচএসবিসি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স (পিএমআই সূচক) দাঁডি়য়েছে ৫৯.১৷ গত ১৬ বছরের সর্বোচ্চ৷ ফেব্রুয়ারিতে এই

দিল্লি, ৪ এপ্রিল— দেশের বাজারে পণ্যের চাহিদা বাড়ছে৷ বিশ্ব অর্থনীতির অবস্থা কিছুটা শোধরানোয় চাহিদা বাড়ছে রফতানি ক্ষেত্রেও৷ সব মিলিয়ে উৎপাদন সংস্থাগুলির বরাতের পরিস্থিতিরও উন্নতি হচ্ছে৷ এর ফলে মার্চে দেশের উৎপাদন ক্ষেত্রের কর্মকাণ্ড বিপুল বৃদ্ধির লক্ষণ স্পষ্ট হল৷ গত মাসে এইচএসবিসি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স (পিএমআই সূচক) দাঁডি়য়েছে ৫৯.১৷ গত ১৬ বছরের সর্বোচ্চ৷ ফেব্রুয়ারিতে এই সূচক ছিল ৫৬.৯৷

পিএমআই সূচক ৫০-এর উপরে থাকার অর্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে বৃদ্ধি৷ ৫০-এর নীচে থাকা মানে সঙ্কোচন৷ সেই হিসাবে ভারতের উৎপাদন ক্ষেত্র টানা ৩৩ মাস বৃদ্ধির ইঙ্গিত দিল৷ ৪০০টি সংস্থায় সমীক্ষা চালিয়ে এসঅ্যান্ডপি গ্লোবাল এই রিপোর্ট তৈরি করেছে৷ সেখানে বলা হয়েছে, আগামী দিনে চাহিদা আরও বাড়তে পারে ধরে নিয়ে সংস্থাগুলি বেশি করে কাঁচামাল মজুত করেছে৷ দাম বৃদ্ধি সত্ত্বেও৷ নতুন কর্মসংস্থানের পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে৷

এইচএসবিসির অর্থনীতিবিদ ইনেস লামের কথায়, ‘২০০৮ সালের পরে ভারতের উৎপাদন ক্ষেত্রের পিএমআই সূচক সর্বোচ্চ৷ নতুন বরাত আসায় এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তার সঙ্গে সঙ্গতি রেখে সংস্থাগুলি নতুন কর্মী নিয়োগ করেছে৷ তবে কাঁচামালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং সরবরাহের সঙ্গে তার ব্যবধান কমায় সেগুলির দামও বেডে়ছে৷’ রিপোর্টে আরও জানানো হয়েছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে নতুন নিয়োগের ব্যাপারে সংস্থাগুলি কিছুটা সতর্ক ছিল৷ বিরাট কিছু না হলেও গত মাসে নিয়োগের গতি বাডি়য়েছে তারা৷ ইতিবাচক বার্তা দিয়েছে আগামী দিনের ব্যবসায় আস্থার ক্ষেত্রে৷