জিএসটি আদায়ে রেকর্ড করল রাজ্য

নিজস্ব প্রতিনিধি— জিএসটি আদায়ের হার নতুন রেকর্ড রাজ্যের, যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি৷ এপ্রিল মাসে রাজ্য থেকে জিএসটি আদায় হয়েছে ৭, ২৯৩ কোটি টাকা৷ গত বছরের এপ্রিলে এই অঙ্ক ছিল ৬, ৪৪৭ কোটি টাকা৷ এক মাসের জিএসটি আদায়ের ক্ষেত্রে যা নতুন রেকর্ড বলে রাজ্যে অর্থ দফতর সূত্রে খবর জানা গিয়েছে৷ মানুষের হাতে যথেষ্ট নগদের জোগান নিশ্চিত হওয়া ও ক্রয়ক্ষমতা বাড়ার ফলেই জিসটি আদায়ের হারে এই লক্ষণীয় বৃদ্ধি বলেই মনে করা হচ্ছে৷ এপ্রিল মাসে রেকর্ড জিএসটি আদায় হয়েছে দেশ জুডে়৷

তবে কর আদায়ের হারে বিজেপিশাসিত ডাবল ইঞ্জিন রাজ্যগুলোকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ৷ প্রশাসনিক মহলের ব্যাখ্যা, রাজ্য প্রকল্পগুলির হাত ধরে মানুষের হাতে যথেষ্ট নগদের জোগান নিশ্চিত হয়েছে, যা মানুষের ক্রয়ক্ষমতা অনেকটাই বাড়াতে সাহায্য করেছে৷ এই সমস্ত পদক্ষেপের ফলেই রাজ্যে জিএসটি আদায় বেড়েছে৷ উল্লেখ্য, গত বছরের এপ্রিলের সঙ্গে এবারের জিএসটি আদায় তুলনা করলে পশ্চিমবঙ্গের চেয়ে অনেক কম বৃদ্ধি হয়েছে মধ্যপ্রদেশ-সহ একাধিক ডবল ইঞ্জিন রাজ্যে৷