• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

এপ্রিলেই বদলে যাচ্ছে এলপিজি থেকে ইউপিআই-এর একাধিক নিয়ম

২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে একধাক্কায় ১০০ টাকা দাম কমানো হয়েছিল। তারপর থেকে আর কোনও বদল আনা হয়নি দামে।

প্রতীকী চিত্র

মঙ্গলবার, ১ এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষে এলপিজি সিলিন্ডার থেকে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই ইত্যাদি ক্ষেত্রে একাধিক নিয়মে বদল এসেছে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। টান পড়বে পকেটেও। একনজরে দেখে নেওয়া যাক, ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে সক্রিয় না থাকা মোবাইল নম্বরগুলির সঙ্গে যে ইউপিআই আইডিগুলি যুক্ত রয়েছে, সেগুলিকে ব্যাঙ্ক রেকর্ড থেকে মুছে ফেলা হতে পারে। এর ফলে ওই নম্বরটি নতুন কোনও গ্রাহককে দেওয়া হলে, সে যাতে ইউপিআইটি ব্যবহার করতে না পারে। আবার বেশ কিছু ইউপিআই-এ পরিষেবা নাও পাওয়া যেতে পারে।

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল। এক লাফে ৪১ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ১৮৭২ টাকা। এর আগে মার্চে সিলিন্ডার পিছু ৬ টাকা করে বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। রেস্তরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার।

তবে গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪ কেজি সিলিন্ডারের দাম কমেনি। দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮০৩ টাকা থেকে কমে হয়েছে ১৭৬২ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৫৫ টাকা থেকে কমে হয়েছে ১৭১৪ টাকা। চেন্নাইতে ১৯৬৫ টাকা থেকে কমে ১৯২৪ টাকা হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আর কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯১৩ টাকা থেকে কমে হয়েছে ১৮৭২ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম পরিবর্তিত হয়। তার ভিত্তিতে প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ডোমেস্টিক এলপিজির দাম কমেনি। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার ডোমেস্টিক এলপিজির দাম কমানো হয়েছিল।

২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে একধাক্কায় ১০০ টাকা দাম কমানো হয়েছিল। তারপর থেকে আর কোনও বদল আনা হয়নি দামে। ১৪ কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বইয়ে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮১৮.৫০ টাকা।