• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

রতন টাটার দানপত্রে কোটিপতি সহকর্মী, বন্ধু থেকে পোষ্য

রতন টাটা তাঁর প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার সম্পত্তির বড় অংশই দান করেছেন দুই দাতব্য সংস্থা ‘রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন’ এবং ‘রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্ট’-এর মাধ্যমে। 

ফাইল চিত্র

গত বছরের ৯ অক্টোবর পরলোক গমন করেন কিংবদন্তি শিল্পপতি রতন টাটা। তাঁর চলে যাওয়ার পর যত না তাঁর সমাজসেবা, ব্যবসায় অভাবনীয় উদ্যোগ আলোচনার কেন্দ্রে থেকেছে, তারথেকে বেশি আলোচিত হয়েছে তাঁর উইল। নিজের দানশীলতার জন্য গোটা বিশ্বে পরিচিত রতন টাটা তাঁর সম্পত্তি প্রদানেও দেখিয়েছেন মহান হওয়ার নিদর্শন।

রতন টাটা তাঁর প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার সম্পত্তির বড় অংশই দান করেছেন দুই দাতব্য সংস্থা ‘রতন টাটা এনডাওমেন্ট ফাউন্ডেশন’ এবং ‘রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্ট’-এর মাধ্যমে।  দানকৃত এই বিপুল অর্থ এবার এই দুই সংস্থা ব্যবহার করবে সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবকল্যাণমূলক প্রকল্পে। উইলে এ-ও উল্লেখ করা হয়েছে যে, কোনও অপ্রাপ্ত শেয়ার বা সম্পত্তিও এই দাতব্য সংস্থাগুলির মাধ্যমে বিতরণ করা হবে। পাশাপাশি রতন টাটা তাঁর সম্পত্তির একটি বড় অংশ সমাজকল্যাণে দান করলেও তাঁর পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধু, কর্মী এবং প্রিয় পোষ্যকেও দিয়ে গিয়েছেন সম্পত্তির অংশ। টাটা গ্রুপের প্রাক্তন সহকর্মী মোহিনী এম দত্ত তাঁর আর্থিক সম্পত্তির এক-তৃতীয়াংশ পাবেন, যার আনুমানিক মূল্য  ৮০০ কোটি।

রতন টাটার সৎ বোন শিরিন এবং ডিয়ানা জেজিভয় এই সম্পদের সমান অংশ উত্তরাধিকার সূত্রে পাবেন। পাশাপাশি রতন টাটার ঘনিষ্ঠ সহযোগী শান্তনু নাইডু টাটার ১০,০০০ কোটি টাকার সম্পত্তির পেয়েছেন। উইল অনুসারে, টাটা তাঁর পোষ্য কুকুর টিটোর জন্যও ব্যবস্থা করে গিয়েছেন।