কুমারেশ পট্টাভিরামকে ভারতের কান্ট্রি ম্যানেজার, প্রোডাক্ট হেড করল লিঙ্কডইন

মাইক্রোসফটের মালিকানাধীন লিঙ্কডইন কুমারেশ পট্টাভিরামকে ভারতের কান্ট্রি ম্যানেজার ও প্রোডাক্ট হেড পদে নিয়োগ করল। শুক্রবার সংস্থার তরফে এই নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। গোটা বিশ্বের মধ্যে ভারতে লিঙ্কডইনের সদস্য সংখ্যা সবচেয়ে বেশি। ক্রমেই সদস্যসংখ্যা বৃদ্ধিও পাচ্ছে।

একটি পোস্টে, পট্টাভিরাম বলেছেন শুধুমাত্র একট জব প্ল্যাটফর্ম থেকে আজ লিঙ্কডইন গ্লোবাল কমিউনিটিতে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্মের কাজের সন্ধানের পাশাপাশি পড়াশোনা, তথ্য আদানপ্রদান এবং নেটওয়ার্কিংয়ের কাজ করছেন সদস্যরা।

পট্টাভিরাম লিখেছেন, বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়র হিসেবে কেরিয়ার শুরু করেছিলাম। তারপর গোটা দেশে লিঙ্কডইন ও মাইক্রোসফটের টিম তৈরি করেছি। আমি এটা বলতে চাই যে ভারতীয়দের উৎসাহ, দূরদর্শিতা, ক্ষমতা, প্রতিভা সত্যিই অতুলনীয়।


এআই ট্যালেন্ট ব্যবহৃত হচ্ছে এমন দেশগুলির মধ্যে প্রথম পাঁচে রয়েছে ভারত। এআই স্কিল রূপান্তরের ক্ষমতা ভারতের সবচেয়ে বেশি। লিঙ্কডইনের সদস্যরা গ্লোবাল অ্যাভারেজের তুলনায় তিন গুণ বেশি এআই স্কিলস ব্যবহার করে থাকেন।

লিঙ্কডইন এবং মাইক্রোসফট, দুটি শাখাতেই সফলভাবে ১৫ বছর কাজ করেছেন পট্টাভিরাম। নেতৃত্বস্থানীয় দায়িত্বও সামলেছেন। লিঙ্কডইনে থাকাকালীন সার্চ, ফিড নিয়ে কাজ করার পাশাপাশি প্রোফাইল ভিডিয়ো এবং কেরিয়ার গ্যাপের মতো নতুন ফিচার্সও চালু করেন কুমারেশ।

ভারতের কান্ট্রি ম্যানেজার ও প্রোডাক্ট হেডের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কুমারেশ। তিনি বলেন, ভারতীয় টিমের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি, প্রত্যেক ব্যবহারকারীর জন্য বিরাট কিছু উপহার আমরা নিয়ে আসতে পারব।