• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

২০২৫ সালে আইটি সেক্টরে কাজের সুযোগ বাড়বে, বলছে সমীক্ষা

আইটি সেক্টরে যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ফের গতি পেয়েছে আইটি শিল্প। আগামী বছর এই সেক্টরে কাজের সুযোগ বাড়বে।

আইটি সেক্টরে যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ফের গতি পেয়েছে আইটি শিল্প। আগামী বছর এই সেক্টরে কাজের সুযোগ বাড়বে। এনএলবি সার্ভিসেস এক সমীক্ষায় এই কথা বলেছে। সংস্থাটি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে যে ২০২৫ সালে এই সেক্টরে ১৫ থেকে ২০ শতাংশ লোকের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএলবি সার্ভিসেস বলেছে, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে আইটি শিল্প আবার গতি পেয়েছে। আগামী বছরে, ভারতীয় আইটি সেক্টরে নতুনদের নিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ক্রমবর্ধমান প্রযুক্তি নির্ভরতার কারণে, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং (এমএল), ডেটা অ্যানালিটিক্স এবং ক্লাউড প্রযুক্তি সহ অত্যন্ত প্রযুক্তিগত ভূমিকার চাহিদা আগামী বছরে ৩০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

চাহিদার এই বৃদ্ধি শুধুমাত্র নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে কোম্পানিগুলিও নানা পদক্ষেপ করবে। কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা পূরণের জন্য বিভিন্ন কোম্পানি প্রশিক্ষণের উদ্যোগ নিতে শুরু করেছে। এনএলবি সার্ভিসেসের সমীক্ষাটি ম্যাক্রো ইকোসিস্টেম, শিল্পের প্রবণতা এবং চাহিদার উপর ভিত্তি করে করা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, ২০২৪-২০২৫ সালের দ্বিতীয়ার্ধে নিয়োগের ক্ষেত্রে ক্যাম্পাস নিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে।

২০২১-২০২২ সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পর থেকে, চাহিদা অনুযায়ী নিয়োগ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে ক্লায়েন্টরা তাদের ব্যয় হ্রাস করেছে। তবে ২০২৫ সালে সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল থাকবে। এর ফলে আশার আলো দেখতে শুরু করেছেন ফ্রেশাররা।

এর পাশাপাশি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি), ম্যানুফ্যাকচারিং, বিএফএসআই, স্বাস্থ্যসেবা এবং খুচরা ক্ষেত্রগুলিতে ২০২৫ সালে আইটি ফ্রেশারদের সংখ্যা ৩০-৩৫ শতাংশ বৃদ্ধি করবে বলে অনুমান করা হচ্ছে।