• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

বিনিয়োগের ভরসা ইনভেসকো ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড

ইনভেসকো ইন্ডিয়ার পক্ষ থেকে এনএফও সংক্রান্ত তথ‌্যে বলা হয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে কোনও বিশেষ ধরনের মার্কেট ক‌্যাপের ব‌্যাপারে তাদের পক্ষপাত নেই। ডাইভারসিফায়েড পোর্টফোলিও গঠন করবে ফান্ড ম‌্যানেজার।

প্রতীকী চিত্র

টেকনোলজি সংক্রান্ত সব ব‌্যবসায় বিনিয়োগ করার জন‌্য ইনভেসকো ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড নতুন অফার এনেছে। এর উদ্দশ্য হল, একটি ডাইভারসিফায়েড পোর্টফোলিওর সাহায‌্য নিয়ে, দীর্ঘমেয়াদী ক‌্যাপিটাল গ্রোথের সংস্থান করা।

আইটি সেক্টর কোভিড পরবর্তী সময়ে নানা চ‌্যালেঞ্জের মুখোমুখি হলেও বর্তমানে অনেকটাই রিভাইভ করেছে। বিশ্বের আর্থিক অবস্থার পরিবর্তনও এই ব‌্যাপারে সহায়ক ভূমিকা নিয়েছে। এই পরিস্থিতিতে প্রধানত টেকনোলজিভিত্তিক এবং টেকনোলজির উপর নির্ভরশীল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করাই সঠিক বলে মনে করছে ফান্ড ম‌্যানেজার। এর নেপথ্যে আছে ইতিবাচক ইন্টারেস্ট রেট সংক্রান্ত খবরাখবর।

ফেডেরাল রিজার্ভে রেট কাট হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আমেরিকা প্রধান সেন্ট্রাল ব‌্যাঙ্কগুলো এই ব‌্যাপারে আগ্রহী। রেট কাট হলে আইটি সেক্টরেও তার প্রতিফলন দেখা যাবে।

ভারতে বর্তমানে দ্রুত গতিতে ডিজিটালাইজেশন হচ্ছে। সাধারণ মানুষ যেমন সুবিধা পাচ্ছেন, কর্পোরেট সংস্থাও লাভবান হচ্ছে এই কারণে। আইটি কোম্পানিগুলি যথেষ্ট লাভ করতে পারছে বলে খবর। আগামিদিনে এই ট্রেন্ড আরও জোরদার হবে।

কয়েকটি টেকনোলজি স্টকের ভ‌্যালুয়েশন সর্বোচ্চ শিখর থেকে কারেক্টেড হয়েছে। এবার আর্নিংস আপগ্রেড হওয়ার সময় এসেছে। এর ফলে ব‌্যবসা-বাণিজ্যের গতিবিধি উন্নতমানের হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইনভেসকো ইন্ডিয়ার পক্ষ থেকে এনএফও সংক্রান্ত তথ‌্যে বলা হয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে কোনও বিশেষ ধরনের মার্কেট ক‌্যাপের ব‌্যাপারে তাদের পক্ষপাত নেই। ডাইভারসিফায়েড পোর্টফোলিও গঠন করবে ফান্ড ম‌্যানেজার। যদিও এটি ভেরি হাই রিস্ক শ্রেণির অন্তর্গত, তবু এর থেকে লাভের সম্ভাবনাও বেশি থাকছে।