ডোমেস্টিক যাত্রীর সংখ্যা বাড়ছে, সেপ্টেম্বরে ১৩২.৩ লক্ষ মানুষের উড়ান-সফর

দিল্লি: দেশে বিমানযাত্রীর সংখ্যা ক্রমেই বাড়ছে।সম্প্রতি করা একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ওই রিপোর্ট সামনে এসেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগস্ট মাসে দেশে ১৩১.৩ লক্ষ মানুষ ডোমেস্টিক বিমান চড়েছিলেন। এটি সেপ্টেম্বরে ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে ১৩২.৩ লক্ষ মানুষ অন্তর্দেশীয় বিমানে চড়েছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরের তুলনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে বিমানযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। ইয়ার অন ইয়ার গ্রোথ প্রায় ৮.১ শতাংশ। গত বছর সেপ্টেম্বরে বিমানে চড়েছিলেন ১২২.৫ লক্ষ যাত্রী। আর এবছর সেটা বেড়ে হয়েছে ১৩২.৩ লক্ষ, এমনটাই উঠে এসেছে ক্রেডিট রেটিং সংস্থা আইসিআরএ-র সমীক্ষায়।

২০২৪-২০২৫ অর্থবর্ষের প্রথম অর্ধে ডোমেস্টিক যাত্রীর সংখ্যা ছিল ৭৯৫.৫ লক্ষ। ইয়ার অন ইয়ার গ্রোথ ৫.৬ শতাংশ। আর করোনার আগের পরিস্থিতির সঙ্গে যদি তুলনা করা যায়, ২০২০ অর্থবর্ষের প্রথন অর্ধে ডোমেস্টিক যাত্রীর সংখ্যা ছিল ৭০৪.৪ লক্ষ।


২০২৫ অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে ভারতীয় বিমানসংস্থাগুলির ক্ষেত্রে আন্তর্জাতিক বিমানযাত্রীর সংখ্যা ১৩৫.৯ লক্ষ। ইয়ার অন ইয়ার গ্রোথ ১৫.৭ শতাংশ। এই সংখ্যাটি কোভিড পূর্ববর্তী ৯২.২ লক্ষ যাত্রীর তুলনায় ৪৮.৭ শতাংশ বেশি। ২০২৫ অর্থবর্ষে ভারতীয় বিমানসংস্থাগুলির ক্ষেত্রে আন্তর্জাতিক বিমানযাত্রীর সংখ্যা ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এখন প্রশ্ন হল ঠিক কোন কারণে দেশে ডোমেস্টিক এয়ারলাইন্স ব্যবহারকারী যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে প্রচুর পরিমাণে নতুন এয়ারপোর্ট তৈরি হয়েছে। একই সঙ্গে যাত্রী টানতে উড়ান প্রকল্পে সস্তার বিমান সফর-ও শুরু করেছে কেন্দ্রীয় সরকার।