• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

যুগের হুজুগ, এখন অধিকাংশেরই চাই ‘প্রিমিয়াম’ মডেলের গাড়ি!

গ্রান্ট থর্নটন ভারত সংস্থার একটি সমীক্ষায় দেখা গিয়েছে, গড়ে ১০ জন গ্রাহকের মধ্যে ৮ জনেরই পছন্দ ‘প্রিমিয়াম’ মডেলের গাড়ি!

যুগের সঙ্গে তাল মিলিয়ে চাহিদা পাল্টাচ্ছে মানুষের! ইলেকট্রিক ভেহিকল বা ‘ইভি’-র বদলে অধিকাংশই এখন পছন্দ করেন হাইব্রিড গাড়ি (যাতে ইলেক্ট্রিক ব্যাটারি এবং জ্বালানি ইঞ্জিন উভয়েই রয়েছে)। গ্রান্ট থর্নটন ভারত সংস্থার একটি সমীক্ষায় দেখা গিয়েছে, গড়ে ১০ জন গ্রাহকের মধ্যে ৮ জনেরই পছন্দ ‘প্রিমিয়াম’ মডেলের গাড়ি!

সমীক্ষা থেকে জানা গিয়েছে, অংশগ্রহণকারীদের ৪০ শতাংশ পছন্দ করেন হাইব্রিড গাড়ি, ১৭ শতাংশের পছন্দ ইভি। যদিও, প্রায় ৩৪ শতাংশ মানুষ এখনও পেট্রলে চলা গাড়িই পছন্দ করেন।

গ্রান্ট থর্নটন ভারতের পার্টনার এবং অটো ও ইভি ইন্ডাস্ট্রি লিডার সাকেত মেহরার মতে, উৎসবের সময়টা ভারতীয় অটোমোবাইল শিল্পের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বার্ষিক বিক্রির প্রায় ৩০-৪০ শতাংশ এই সময়েই হয়ে থাকে।

মেহরার বক্তব্য, ‘প্রচুর ইনভেন্টরি, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং আঞ্চলিক নির্বাচনের কারণে এই ক্ষেত্রের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসকল বাধা সত্ত্বেও অক্টোবরের প্রথমদিকের বিক্রি বেড়েছে, সেপ্টেম্বরের তুলনায় গাড়ির রেজিস্ট্রেশন ৩০-৩৫ শতাংশ বেড়েছে, যা আশার আলো দেখায়।’

তিনি আরও জানান, অর্থনৈতিক বৃদ্ধি এবং ক্রমবর্ধমান খরচযোগ্য আয় ভারতের ‘প্যাসেঞ্জার ভেহিকল’ মার্কেটকে আরও শক্তিশালী করে তুলবে।

হাইব্রিড গাড়ির প্রতি মানুষের ঝোঁক বেড়ে যাওয়াতে মনে করা হচ্ছে, আগামী দিনে ইভির সঙ্গে গ্রাহকদের অভ্যস্ত করে নেওয়ার জন্য এটি একটি সেতু হিসেবে কাজ করবে। ফলত, গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির উচিত এই ব্যাপারটাকে মাথায় রেখে হাইব্রিড এবং ইভি, দু’ধরনের গাড়িই যথেষ্ট পরিমাণে উৎপাদন করা, যাতে গ্রাহকদের চাহিদাও মেটে এবং ভবিষ্যতের কথাও মাথায় থাকে – এমনটাই দাবি এই সমীক্ষার রিপোর্টের।

এছাড়াও সমীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে, ডিজিটাল মাধ্যম গাড়ি কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাহকদের ৭৪ শতাংশ সামাজিক মাধ্যম এবং গাড়ি সংক্রান্ত ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করেই গাড়ি কিনতে পছন্দ করেন। অথচ, ২ বছর আগেই এই সংখ্যাটা ছিল মাত্র ৫৬ শতাংশ।