এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। বর্তমানে ভারতের অর্থনীতি ৩.৫ ট্রিলিয়ন ডলার। এই পরিস্থিতিতে আগামী ২৫ বছরে ভারতের অর্থনীতিতে আরও বড়সড়ো বদল আসতে চলেছে বলে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। আগামী ৩ বছরের মধ্যে ভারত, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। সম্প্রতি ‘অ্যামাজিং গোয়া বিশ্ব বাণিজ্য সম্মেলনে’, এমন বক্তব্যই রাখেন পীযূষ গোয়েল। তিনি বলেন, আগামী ২৫ বছরে ভারতের অর্থনীতি গিয়ে দাঁড়াবে ৩৫ ট্রিলিয়ন ডলারে।
ভাইব্র্যান্ট গোয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে, গোয়েল ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু এবং অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে গোয়েল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেছেন যে, একবিংশ শতাব্দী হল ভারতের। আজ আমরা যা করছি তা সবচেয়ে ভালো এবং সবচেয়ে বৃহৎ।’
২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, ‘আমরা স্বাধীনতার ১০০ বছর উদ্যাপন করার সময়, অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য লক্ষ্যস্থির করে কাজ করছি। আগামী ২৫ বছরে ভারতের অর্থনীতি ৩.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে ৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে।’
গোয়েল আরও বলেন, ‘একটা সময়ে জনগণের মন থেকে আশা, আকাঙ্ক্ষা উধাও হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আসার পর, দেশের ভঙ্গুর অর্থনীতিতে বিপুল উন্নতি ঘটেছিল। ২০১৪ সালে আমরা দশম বৃহত্তম জিডিপি ছিলাম। বর্তমান ভারতের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির কারণ হল- নিম্ন মুদ্রাস্ফীতির হার, শক্তিশালী বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এবং বিনিয়োগকারীদের জন্য অনুকূল ও বান্ধবপূর্ণ পরিবেশ, যা বিগত দশকের তুলনায় গত ১০ বছরে ভারতে দ্বিগুন পরিমাণ এফডিআই এনেছে।’
মন্ত্রী আরও বলেন, ‘ভারতে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। ব্যবসা করার ক্ষেত্রে সম্মতি প্রাপ্তি তুলনায় সহজ। এছাড়া ব্যবসা-বান্ধব পরিবেশের প্রতিকূল আইনে সংশোধন আনার কাজেও বর্তমানে মনোনিবেশ করা হয়েছে। ভারতকে আজ বিশ্ব সরবরাহের ক্ষেত্রে, একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসাবে দেখা হয়।’
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত, সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি হিসাবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।’ একই অনুষ্ঠানে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, ‘গোয়া প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে বদ্ধপরিকর। আজ আমরা এখানে এক নতুন গোয়ার উন্মোচন করতে এসেছি, যা ভবিষ্যতের একটি নির্ভরযোগ্য বিনিয়োগের গন্তব্য হিসাবে যাত্রা শুরু করতে প্রস্তুত। গোয়াকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য রাজ্যকে, উদীয়মান শিল্পের একটি সমৃদ্ধ কেন্দ্র হিসাবে গড়ে তুলতে আমরা পর্যটন ব্যবসাকে প্রসারিত করছি।’