• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এমএসসিআই আর্থিক সূচকে ষষ্ঠ ভারত, ছাপিয়ে গেল চিনকে

এই সূচকে আগস্ট মাসে ভারতের ওজন ছিল ২.৩৫ শতাংশ, যা চিনের ২.২৪ শতাংশের থেকে ১১ বেসিস পয়েন্ট বেশি।

বিশ্ব অর্থনীতিতে ভারতের উন্নতির মুকুটে যোগ হল আরেক নয়া পালক! এমএসসিআই ‘অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনভেস্টেবল মার্কেট ইনডেক্স’ সূচকে ষষ্ঠ স্থান লাভ করল ভারত, সেই সঙ্গে ছাপিয়ে গেল চিনকেও।

এই আন্তর্জাতিক সূচক বিভিন্ন দেশের মূলধন বাজারের মধ্যে তুল্যমূল্য বিচার করে। বৃহৎ এবং মাঝারি মূলধনের শেয়ারের ওঠানামাও এই সূচকের অন্তর্গত। এটি এমএসসিআই এসিডব্লুআই সূচকেরই একটি ব্যাপকতর সংস্করণ।

এই সূচকে আগস্ট মাসে ভারতের ওজন ছিল ২.৩৫ শতাংশ, যা চিনের ২.২৪ শতাংশের থেকে ১১ বেসিস পয়েন্ট বেশি। ফ্রান্সের থেকে মাত্র ৩ বেসিস পয়েন্টে ভারত পিছিয়ে রয়েছে। সূচকে চিনের ওজন ২০২১-এ সর্বশীর্ষে ছিল, যা বর্তমানে অর্ধেকের বেশি কমে গিয়েছে। বরং ভারতের ওজন একই সময়কালে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

সেপ্টেম্বরের শুরুতেই ভারত চিনকে ছাপিয়ে এমএসসিআই ‘এমার্জিং মার্কেট ইনভেস্টেবল মার্কেট ইনডেক্স’ সূচকে শীর্ষ স্থান দখল করেছে। এই সূচকে ২৪টি উদীয়মান বাজারের দেশের বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র মূলধনের শেয়ারের তুল্যমূল্য বিচার করা হয়।

বিখ্যাত বহুজাতিক বিনিয়োগকারী ব্যাঙ্ক মর্গ্যান স্ট্যানলির এশিয়া এবং উদীয়মান বাজারের চিফ ইকুইটি স্ট্র্যাটেজিস্ট জোনাথন গার্নারের বক্তব্য, ভারতের নামমাত্র জিডিপির বৃদ্ধির হার চিনের থেকে তিনগুণ বেশি।

বিশেষজ্ঞদের মতে, ভারতের অর্থনীতি উন্নতির পথেই রয়েছে। বর্তমান অর্থবর্ষের এপ্রিল-জুন মাসে ৪৭ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) তারই প্রমাণ দেয়।