দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ল ৭.৩ কোটি, ব্রডব্যান্ড বৃদ্ধি পেল ৭.৮ কোটি

এক বছরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ল ৭.৩ কোটি। এর পাশাপাশি টেলিফোন সাবস্ক্রাইবারের সংখ্যা ১১৯.৯ কোটিতে পৌঁছনোয় ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ৭.৮ কোটি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এই তথ্য জানিয়েছে।

২০২৩ সালের মার্চে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮৮.১ কোটি। ২০২৪ সালের মার্চে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯৫.৪ কোটি। বার্ষিক বৃদ্ধির হার ৮.৩ শতাংশ।

টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়ার দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮৪.৬ কোটি। চলতি বছর মার্চে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৯২.৪ কোটি।


ট্রাই বলেছে, দেশজুড়ে সর্বোচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর ৭.৮ কোটি বেড়েছে। বার্ষিক বৃদ্ধির হার ৯.১৫ শতাংশ।

দেশে ইন্টারনেট ও ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মোট রাজস্বের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরে রাজস্বের পরিমাণ ছিল ২ লক্ষ ৪৯ হাজার ৯০৮ কোটি। ৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে সেটা ২০২৩-২৪ অর্থবর্ষে হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৫০৪ কোটি।

দেশে টেলি-ডেনসিটি ২০২৩ সালের মার্চে ছিল ৮৪.৫১ শতাংশ। সেটাই বার্ষিক ১.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৫.৬৯ শতাংশে পৌঁছেছে।

ওয়্যারলেস ডেটা গ্রাহকের সংখ্যা ২০২৩ সালের মার্চ ছিল ৮৪.৬ কোটি। আর সেতা বেড়ে ২০২৪ সালের মার্চ শেষে ৯১.৩ কোটি হয়েছে, বার্ষিক বৃদ্ধির হার ৭.৯৩ শতাংশ।

ট্রাই-এর তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে ওয়্যারলেস ডেটা ব্যবহারের মোট পরিমাণ ১,৬০,০৫৪ পিবি (পেটাবাইট)। সেটা বেড়ে ২০২৩-২৪ সালে ১,৯৪,৭৭৪ পিবি হয়েছে এবং বার্ষিক ২১.৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভারতে টেলিফোন গ্রাহক ২০২৩-এর মার্চে ছিল ১১৭.২ কোটি। সেটাই বেড়ে ১১৯.৯ কোটি হয়েছে। বার্ষিক ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে গ্রাহক প্রতি গড় মিনিট ব্যবহারের (এমওইউ) পরিমাণ ৯১৯ থেকে বেড়ে ২০২৩-২৪ সালে ৯৬৩ হয়েছে (প্রতি মাসে)। বার্ষিক বৃদ্ধির হার ৪.৭৩ শতাংশ।