• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গুগল মেধার শ্বেতাঙ্গ ছবিতে ‘না’, বিশ্রি ভুল করছে জানালেন ব্রিন

ওটাওয়া, ৭ মার্চ– বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের অত্যাধুনিক এআই টুল জেমিনি নাকি বৈষম্যমূলক আচরণ করছে৷ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গুগলের কৃত্রিম মেধা নাকি শ্বেতাঙ্গদের ছবি জেনারেট করতে চাইছে না! এই বিতর্কের পর অবশ্য গুগলের যুগ্ম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি সার্গেই ব্রিন সাফাই দিয়ে জানিয়েছেন, বিশ্রী সব ভুল করে ফেলছে জেমিনি৷ ব্রিনকে খুব কমই কোম্পানীর

ওটাওয়া, ৭ মার্চ– বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের অত্যাধুনিক এআই টুল জেমিনি নাকি বৈষম্যমূলক আচরণ করছে৷ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গুগলের কৃত্রিম মেধা নাকি শ্বেতাঙ্গদের ছবি জেনারেট করতে চাইছে না! এই বিতর্কের পর অবশ্য গুগলের যুগ্ম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি সার্গেই ব্রিন সাফাই দিয়ে জানিয়েছেন, বিশ্রী সব ভুল করে ফেলছে জেমিনি৷

ব্রিনকে খুব কমই কোম্পানীর কোনও ব্যাপারে বলতে দেখা যায়৷ কিন্তু এবার বিতর্কের আবহে সান ফ্রান্সিসকোয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই ধরনের সমস্যার পিছনে কারণ একটাই৷ যথাযথ পরীক্ষা নিরীক্ষার অভাব৷ আর সেই কারণেই ইমেজ জেনারেশনের ক্ষেত্রে বিশ্রী সব ভুল করে ফেলছে জেমিনি৷ প্রসঙ্গত, বিতর্কের মধ্যে পডে় গুগল জেমিনির মানব শরীর জেনারেট করার ক্ষমতাই আপাতত নিষ্ক্রিয় করে রেখেছে৷

উল্লেখ্য, এর আগে জেমিনির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর৷ অভিযোগ, ‘মোদি কি ফ্যাসিস্ট?’ এই প্রশ্নের উত্তরে জেমিনিকে জানাতে দেখা গিয়েছিল, প্রধানমন্ত্রী এমন কিছু নীতি কার্যকর করেছেন যাকে কোনও কোনও বিশেষজ্ঞ ‘ফ্যাসিস্ট’ বলে দেগে দিয়েছে৷ জেমিনির এমন জবাব ঘিরেও শুরু হয় বিতর্ক৷