সেপ্টেম্বরের মাঝে কয়েকদিন কম ছিল সোনার দাম। পুজো যত এগিয়ে আসছে সেপ্টেম্বরের শেষ কয়েকদিনে ঊর্দ্ধমুখী ছিল সোনার দাম। পুজোর আবহে সোনার দাম বাড়তে থাকায় মন ভালো নেই মধ্যবিত্তদের। বৃহস্পতিবারের তুলনায় দেশের বেশ কিছু শহরে শুক্রবার কমেছে সোনার দাম। কিছুটা হলেও স্বস্তি পেলেন মধ্যবিত্তরা।
শুক্রবার কলকাতায় ৭১ হাজারে পৌঁছল ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ৪৫০ টাকা। কলকাতার তুলনায় মুম্বইয়ে কম সোনার দাম। মুম্বইয়ে শুক্রবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০ হাজার ৫৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ০১০ টাকা। দিল্লিতে আবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০ হাজার ৭৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ১৬০ টাকা।
অন্যদিকে চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০ হাজার ৫৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ০১০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০ হাজার ৫৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ০১০ টাকা। লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০ হাজার ৭৬০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ১৮০ টাকা।
আবার আমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০ হাজার ৬৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ০৬০ টাকা। ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০ হাজার ৫৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ০১০ টাকা। হায়দ্রাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭০ হাজার ৫৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ০১০ টাকা।
প্রসঙ্গত, সমস্ত ক্রেতা-বিক্রেতাদের এটা মনে রাখা উচিত যে ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের জারি করা হারগুলি সারা দেশে বৈধ। এর সঙ্গে জিএসটি যোগ করে চূড়ান্ত দাম নির্ধারণ করা হয়। এই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের কারণেই সোনার দাম একটু বেশি হয়ে যায়।
উল্লেখ্য, সোনার গয়না কেনার আগে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য জেনে নেওয়া জরুরি। ২৪ ক্যারেটে ১০০ শতাংশ খাঁটি সোনা থাকে। অর্থাৎ, কণামাত্র ভেজালও এতে থাকে না। কিন্তু, রুপো বা তামার মতো মিশ্রিত ধাতুগুলি ২২ ক্যারেটে যুক্ত করা হয়। এতে ৯১.৬৭ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।