বিদেশে কাজ দেওয়ার নামে প্রতারণা

অভিষেক রায়, খড়গপুর, ২৪ জুন: বেকার যুবকদের বিদেশে কাজ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে খড়্গপুরের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। প্রতারিত যুবকরা বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা ওই সংস্থার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন।

খড়্গপুরের ইন্দায় একটি মার্কেট কমপ্লেক্সে থাকা ব্রাইট ফিউচার কনসাল্টেন্সি নামে ওই সংস্থা বিদেশে কাজ দেওয়ার নামে এই রাজ্য এবং ভিন রাজ্য থেকে আসা যুবকদের থেকে এক লক্ষ ৬০ হাজার টাকা করে নেয়। তার বদলে তাদের হাতে বিমানের টিকিট ধরিয়ে দেওয়া হয়। এদের কাউকে কাতার কাউকে কানাডা কাউকে তুরস্কে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দিল্লি এয়ারপোর্টে পৌঁছে এই যুবকরা জানতে পারেন টিকিট ভুয়া। তখনই তাঁরা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপরেই তাঁরা খড়্গপুরে ফিরে আসেন। সংস্থার অফিসে গিয়ে দেখতে পান দরজায় তালা ঝুলছে। ঝাড়খণ্ডের বাসিন্দা বিট্টু কুমার, বিহারের গোপালগঞ্জের বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদ আনসারীরা বলেন, ফেসবুকে অ্যাপ-এর মাধ্যমে বিদেশে চাকরি দেওয়ার নামে খড়্গপুরের এই প্রতারণা চক্রের ফাঁদে পড়েছিলেন তাঁরা।