উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের ধারে প্রায় ৩০০ একর জমিতে গড়ে উঠতে চলেছে ভারতের অন্যতম বৃহৎ চিপ তৈরির কারখানা। ফক্সকনের এই কারখানায় মূলত অ্যাপলের পণ্য তৈরি হবে বলে খবর।
ফক্সকন গোটা বিশ্বে সবচেয়ে বেশি অ্যাপল-এর আইফোন তৈরি করে। ফক্সকন এবং এইচসিএলের যৌথ সংস্থা ভামা সুন্দরীর সেমিকনডাক্টর কারখানা রয়েছে যেখানে, তার পাশেই হবে এটি। যদিও ফক্সকন বা ভারত সরকারের তরফে এখানে কী তৈরি হবে তা এখনও জানানো হয়নি। বাজারের চাহিদা বলছে, বাজারে আইফোনের সবথেকে তুঙ্গে। সেই চাহিদা অনুসারে বর্তমানে ভারতে বার্ষিক ২ কোটির বেশি আইফোন তৈরি হয়। ২০২৬-এর মধ্যে চাহিদা বজায় রেখে তা বাড়িয়ে ২.৪ কোটি করার কথা।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত অর্থবর্ষে দেশ থেকে মোবাইল রফতানি পেরিয়েছে ২ লক্ষ কোটি টাকা। আগের বছরের তুলনায় এটি ৫৫% বেশি। এই রফতানির মধ্যে ফক্সকনের তৈরি আইফোনই ছিল ১.৫ লক্ষ কোটি টাকার বেশি। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে যে কারখানা তৈরি হবার কথা তার কথা বছর আটেক আগেই ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ জানিয়েছিলেন। লিউ বলেছিলেন, আমাদের কাছে চিনের পরে ভারতই পরবর্তী উৎপাদন কেন্দ্র। আগামী কয়েক বছরে চিনের তরফে ভারতে তামিলনাড়ু, তেলঙ্গানা, গুজরাত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে গোটা পাঁচেক কারখানা গড়ার পরিকল্পনা রয়েছে। এই কারখানাগুলি তৈরি হলে দেশের ১০ লক্ষাধিক মানুষের রোজগার হবে।