বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে চলেছেন ইলন মাস্ক, পেছনেই রয়েছেন আদানি

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে চলেছেন মার্কিন বাণিজ্যপতি ইলন মাস্ক! সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে দুবাইয়ের ইনফর্মা কানেক্ট অ্যাকাডেমি। রিপোর্ট অনুযায়ী, ২০২৭-এর মধ্যেই টেসলা, এক্স, স্পেস এক্স-এর মতো নামজাদা সংস্থার সিইও-র মোট সম্পত্তি এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়াবে। ব্লুমবার্গের বিলিয়নেয়ার সূচকের তথ্যানুযায়ী, মাস্কের সম্পত্তি বার্ষিক ১১০% হারে বাড়ে। বর্তমানে তাঁর সম্পত্তির মোট আর্থিক পরিমাণ ২৪১ বিলিয়ন মার্কিন ডলার।

মাস্কের পরেই এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অধিকারী হতে চলার তালিকায় নাম রয়েছে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির। তিনি ২০২৮ সালের মধ্যেই বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নেয়ার হয়ে যাবেন। আদানির সম্পত্তির বার্ষিক বৃদ্ধির হার ১২৩ শতাংশ।

বাকি যে নামজাদা বিলিয়নেয়াররা রয়েছেন, তাঁরাও ২০৩০-এর মধ্যেই ট্রিলিয়নেয়ারের তালিকায় নাম লেখাবেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং, এলভিএমএইচ-এর বার্নার্ড আর্নল্ট প্রমুখ।


সম্প্রতি ভারতের আর্থিক সম্পত্তি বৃদ্ধির হার আকাশ ছুঁয়েছে। ফরচুন ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতের ধনকুবেরদের মোট আর্থিক সম্পত্তির মান বর্তমানে ১.১৯ ট্রিলিয়ন মার্কিন ডলার (৯৯.৮৬ লাখ কোটি ভারতীয় মুদ্রা)। শীর্ষেই রয়েছে গৌতম আদানি এবং মুকেশ অম্বানির নাম। যাঁদের দুজনেরই আর্থিক সম্পত্তি ১০ ট্রিলিয়ন ভারতীয় মুদ্রার অধিক। এর পরেই রয়েছে শাপুরজী পালোনজী পরিবারের নাম। যাঁদের আর্থিক সম্পত্তির মান ৩,৬৪,৯৩২ কোটি টাকা।

‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪’ অনুযায়ী, ২০২৩ সালে ভারতে প্রতি ৫ দিন অন্তর একজন করে বিলিয়নেয়ারের সংখ্যা বেড়েছে। এর ফলে মোট ১,৫৩৯ জন ধনকুবের ব্যক্তির সংখ্যা বেড়েছে, যাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১,০০০ কোটি টাকার অধিক।

তবে, ব্লুমবার্গের ‘রিয়াল-টাইম’ সূচক অনুযায়ী, ১১১ বিলিয়ন মার্কিন ডলারের অধিকারী অম্বানি হলেন সবথেকে ধনী এশিয়ান ব্যক্তি। এরপরেই আছেন আদানি। যাঁর সম্পত্তির পরিমাণ ৯৯.৬ বিলিয়ন মার্কিন ডলার।