শিক্ষায় বিনিয়োগকে আজকের ও ভবিষ্যতের জন্য সেরা বিনিয়োগ হিসেবে বর্ণনা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রবিবার গোয়ালিয়রের জিওয়াজি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে ধনখড়, কর্পোরেটদের শিক্ষায় বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, ‘সঠিক পথে নেতৃত্ব তিনিই দিতে পারেন যিনি মুহূর্তের কথা ভাবেন না, ভবিষ্যতের কথা ভাবেন। শিল্প, বাণিজ্য, ব্যবসা এবং কর্পোরেটদের অবশ্যই শিক্ষায় বিনিয়োগ করতে হবে এবং প্রতিষ্ঠানগুলিকে গড়ে তুলতে সিএসআর তহবিল সংগ্রহ করতে হবে।’
ধনখড় শিক্ষার জন্য মহারাজা শ্রীমন্ত জিওয়াজিরাও সিন্ধিয়ার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বলেন, ‘প্রয়াত মহারাজা, সেবা ও জাতি গঠনের চেতনাকে কাজে লাগিয়ে, উন্নয়নের ভাবনাকে বাস্তবায়িত করেছিলেন। জাতীয়তাবাদকে লালন করতে এবং তা বিকশিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার ক্ষেত্রে মহারাজা শ্রীমন্ত জিওয়াজিরাও সিন্ধিয়ার দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, শিক্ষার কোনও বাণিজ্যিকীকরণ হবে না। শিক্ষা হল পরিষেবা এবং এটিকে সেভাবেই বিবেচনা করা উচিত।’