অ্যাগ্রোকেমিক্যাল ফার্ম ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন জানিয়েছে যে, এটি বেঙ্গালুরু ভিত্তিক আই অ্যান্ড বি সিডস সংস্থাকে অধিগ্রহণ করতে চলেছে। এর কারণ হল ক্রিস্টাল ক্রপ ভারতের বর্তমান সবজি এবং ফুলের বীজ বিভাগে তার অবস্থানকে শক্তিশালী করতে চায়।
এবছর দীপাবলির দিন শেয়ার হস্তান্তরের কাজ শেষ হয়েছে। দুই প্রধান শেয়ারহোল্ডারদের কাছ থেকে কেনা শেয়ার দিয়ে চুক্তিটি সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন, ক্রিস্টাল ক্রপ প্রোটেকশনের ম্যানেজিং ডিরেক্টর অঙ্কুর আগরওয়াল।
চুক্তির পরিমাণ প্রকাশ না করে আগরওয়াল বলেন, ‘আই অ্যান্ড বি সিড-এর বার্ষিক আয় ১৩০ কোটি টাকার দ্বিগুন বলে অনুমান করা হয়। এই অধিগ্রহণ ক্রিস্টাল ক্রপ-এর ৪০০ কোটি টাকার বীজ ব্যবসায়, ৩০ শতাংশ অবদান রাখবে।’
ভারতের ফুল ও সবজি বীজ বাজারের মূল্য ৬০০ কোটি টাকারও বেশি। ছয় মাসের মধ্যে এই সংযুক্তিকরণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আগরওয়াল বলেন, ‘সবজি ও ফুলের বীজ সেক্টরে সম্প্রসারণের মাধ্যমে আমরা যে কেবল আমাদের সরবরাহকে উন্নত করছি তা নয়, কৃষকদের উচ্চমানের বীজ সরবরাহ করার ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছি- যা তাদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।’
একটি পৃথক বিবৃতিতে, আই অ্যান্ড বি সিডসের ব্যবস্থাপনা পরিচালক প্রবীণ নুজিবাইল বলেছেন যে, ‘এই অধিগ্রহণটির মাধ্যমে ক্রিস্টালের বিস্তৃত সংস্থান এবং বিতরণ নেটওয়ার্কের সদ্ব্যবহার, ফুল এবং উদ্ভিদ বীজের বিপণনের ক্ষেত্রে একটা বড়ো ভূমিকা নেবে।’
আই অ্যান্ড বি সিডসের অংশীদার জর্জ বল বলেন, ‘এই অধিগ্রহণ কোম্পানির গবেষণা ও উন্নয়নকে বৃহত্তর স্তরে কৃষকদের কাছে পৌঁছতে সহায়তা করবে।’