শূন্য থেকে বিশ্বের সেরা ধনীদের তালিকায় কলিন 

নিজের প্রচেষ্টায় ভাগ্যকে পদানত করেছেন তিনি। চিনের খুব সামান্য এক পরিবার থেকে উঠা আসা কলিন হুয়াং বর্তমানে চিনের সবচেয়ে ধনী ব্যক্তি। নাম কলিন হুয়াং। মুকেশ আম্বানি কিংবা আদানিদের কাঁধে কাঁধ মেলানোর দৌড়ে এখন অনেক এগিয়ে তিনি। তবে চেষ্টার নিরিখে তিনি অম্বানি থেকে অনেক ওপরেই অবস্থান করছেন। কারণ বাবা ধিরুভাই আম্বানির কাছ থেকে ব্যবসা পেয়েছিলেন মুকেশ আম্বানি। তারপর কঠোর পরিশ্রম করে সেই ব্যবসাকে বিরাট উচ্চতায় নিয়ে এসেছেন। এখন শুধু দেশের নয়, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। কিন্তু অন্যদিকে পূর্বপুরুষ কিছু না পেয়েও সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় কলিন আজ সেরা ধনী।
কলিন এখন চিনের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। তিনি তাঁর কোম্পানির আইপিওও এনেছেন। আমেরিকায় একটি নতুন কোম্পানিও চালু করেছেন। তবে, কলিনের এই বটগাছের মতো বড় হয়ে মাথা উঁচু করে দৌড়োনোর যাত্রাটা কিন্তু এতটাও সহজ ছিল না। কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তিনি নিজেকে প্রমাণ করেছেন। চিনের জল ব্যবসার রাজা তথা সবচেয়ে ধনী ঝং শানশানকে পেছনে ফেলে, এশিয়ার ধনীদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন। বর্তমানে প্রায় ৪ লক্ষ কোটি টাকার মালিক কলিনের গল্পও একই রকম অনুপ্রেরণাদায়ক।