রেকর্ড গড়ল বিট কয়েনের দাম

Crypto currency background with various of shiny silver and golden physical cryptocurrencies symbol coins, Bitcoin, Ethereum, Litecoin, zcash, ripple.

দিল্লি, ৭ মার্চ– রেকর্ড মূল্যবৃদ্ধির দ্বারপ্রান্তে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম৷ এমন ভাবছে বাড়ছে এই মুদ্রার দাম তাতে আকাশ ছোঁয়ার পথে৷ গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছাপিয়ে একপর্যায়ে ভার্চুয়াল এ মুদ্রাটির দর গিয়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৮১৮ ডলারে৷

তবে এই প্রথম নয় যখন দৌড় লাগিয়েছে বিটকয়েনের দর৷ এর আগে, ২০২১ সালের নভেম্বরে বিটকয়েনের দাম ৬৮ হাজার ৯৯৯ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছিল৷ যা এখন পর্যন্ত সর্বোচ্চ৷ এদিন বিটকয়েনের দাম সেই রেকর্ড মূল্যের একদম গা ঘেসে এসে দাঁড়িয়েছে৷

করোনা মহামারীর সংকট কাটিয়ে বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন কমতে শুরু করে বিটকয়েনের দাম৷ তাতে অনেকে আবারও এ মুদ্রার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন৷ ২০২২ সালে এফটিএক্সের পতনের পর বিটকয়েনের দাম ১৬ হাজার ডলারে নেমে গিয়েছিল৷ ২০২৩ সালের প্রায় পুরোটা সময়জুডে়ই বিটকয়েনের দাম ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে স্থির ছিল৷
তবে মার্কিন কর্তৃপক্ষ বিটকয়েনের স্পট ইটিএফের অনুমোদন দিতে পারে এমন সম্ভাবনার মধ্যে ডিসেম্বরের মধ্যেই এই মুদ্রার দাম হু হু করে বাড়তে শুরু করে৷ ২০২৪ সালে এখন পর্যন্ত বিশ্ববাজারে বিটকয়েনের দর বেডে়ছে ৫০ শতাংশ৷ যার মধ্যে গেল ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪২ শতাংশ৷


জানা গেছে, ইটিএফের অনুমোদন পাওয়ার পর বিটকয়েনের দাম হঠাৎ করে ৩৮ হাজার ডলারে নামে৷ পরে তা আবারও বাড়তে শুরু করে৷ স্পট ইটিএফের মাধ্যমে মূলত ক্রিপ্টোকারেন্সির মূল্য নির্ধারিত হয়৷